promotional_ad

বাংলাদেশকে বিদায় করে ভারতকে নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক রাচিন, আইসিসি
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল অনেকটা বাঁচা-মরার। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। অথচ এমন ম্যাচে বাঁচার জন্য চেষ্টাই করলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও সেটাকে টেনে নিতে পারলেন না কেউই। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা একটু-আধটু চেষ্টা করলেন, তবে যথেষ্ট হলো না লড়াইয়ের জন্য। ভারতের বিপক্ষে ২২৮ রান করা বাংলাদেশের এবার থেমেছে ২৩৬ রানে।

promotional_ad

রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেটে নিউজিল্যান্ডের জয় পাওয়াটা কঠিন হওয়ার কথা ছিল না। রাচিন রবীন্দ্র, টম লাথামরা সেটা হতেও দেননি। রাচিনের সেঞ্চুরি ও লাথামের হাফ সেঞ্চুরির সঙ্গে ‍দুজনের ১২৯ রানের অনবদ্য জুটিতে সহজ জয়ই পেয়েছে তারা। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। দুই জয়ে কিউইদের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে ভারতও। তবে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।


আরো পড়ুন

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ

৩১ মিনিট আগে
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, আইসিসি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। তাসকিন আহমেদের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়াং। প্রথম পাঁচটি বল ডট দেয়ার পর শেষ বলে আউট হয়েছেন। তাসকিনের অফ স্টাম্পের বাইরের পড়ে ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন ইয়াং। একটু পর কেন উইলিয়ামসনকেও হারায় তারা। 


নাহিদের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৫ রান করা উইলিয়ামসন। দ্রুত উইকেট হারানোর পর ডেভন কনওয়ে ও রাচিন মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তারা দুজনে মিলে ৫৭ রান যোগ করেছেন। কনওয়েকে ফিরিয়ে জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে কাট করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়েছেন ৩০ রান করা কনওয়ে। 


বাঁহাতি ওপেনার ফিরলেও নিউজিল্যান্ডকে পথ হারাতে দেননি রাচিন ও লাথাম। তারা দুজনে মিলে কিউইদের এগিয়ে নিয়ে যেতে থাকেন। চোট কাটিয়ে একাদশে ফিরেই ৫০ বলে হাফ সেঞ্চুরি করেছেন রাচিন। পঞ্চাশকে একশতে নিয়ে গেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের খেলা প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ব্যাটার। নাহিদের বলে সিঙ্গেল নিয়ে ৯৫ বলে সেঞ্চুরি করেছেন রাচিন। এ ছাড়া লাথামের সঙ্গে জুটিরও সেঞ্চুরি করেছেন তিনি।


সেঞ্চুরির পর অবশ্য দ্রুতই ফিরেছেন রাচিন। লেগ স্পিনার রিশাদের বলে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়েছেন ১০৫ বলে ১১২ রান করা এই ব্যাটার। রাচিনের বিদায়ে ভেঙেছে লাথামের সঙ্গে ১২৯ রানের জুটি। হাফ সেঞ্চুরি করা লাথাম একটু পর রান আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের সরাসরি থ্রোতে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটার ৫৫ রানে আউট হয়েছেন। পরবর্তীতে গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল মিলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন।



promotional_ad

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরুই এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও শান্ত। তাদের দুজনের ব্যাটে কোনো উইকেট হারিয়েই পাওয়ার প্লে শেষের সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু নবম ওভারে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন ব্রেসওয়েল। ডানহাতি স্পিনারের টসড আপ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ। উইলিয়ামসন বাম দিকে ঝাঁপিয়ে ক্যাচ নিতেই ২৪ রানে ফিরতে হয় বাঁহাতি ওপেনারকে। 


আরো পড়ুন

মুশফিককে আগলে রেখে সৌম্যকে বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন শান্ত

৪০ মিনিট আগে
সৌম্য সরকার (বামে), নাজমুল হোসেন শান্ত (মাঝে) ও মুশফিকুর রহিম (ডানে)

একটি উইকেট হারালেও পাওয়ার প্লেতে ৫৮ রান তোলে টাইগাররা। তিনে নেমে সুবিধা করতে পারেননি মিরাজ। উইলিয়াম ও‘রুর্কির ফুল লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে মিড অনে সান্টনারের হাতে ক্যাচ দিয়েছেন  ১৪ বলে ১৩ রান করা এই ব্যাটার। চারে নেমে ব্যর্থ হয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়। দলের রান একশ হওয়ার আগেই আউট হয়েছেন তিনি। ব্রেসওয়েলের বলে কভারের উপর দিয়ে খেলতে গিয়ে উইলিয়ামসনকে ক্যাচ দিয়েছেন। 


ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা হৃদয় ২৪ বলে মাত্র ৭ রান করে আউট হয়েছেন। এমন পরিস্থিতিতে শান্তর সঙ্গে জুটি গড়ার বিপরীতে নিজের উইকেট বিলিয়ে দিয়ে গেছেন মুশফিক। ব্রেসওয়েলের অফ স্টাম্পের বাইরে করা ফুল লেংথ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। আগের ম্যাচের ডাক মারা মুশফিক এদিন ২ রানের বেশি করতে পারেননি। মুশফিক ফেরার পর হাফ সেঞ্চুরি করেন শান্ত। 


চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। সাম্প্রতিক সময়ে ছন্দে থাকলেও একাদশে ফিরে ব্যর্থ হয়েছেন। ব্রেসওয়েলের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। প্রথম পাঁচ উইকেটের চারটি নিয়ে বাংলাদেশকে বিপাকে ফেলেন ব্রেসওয়েল। পরবর্তীতে শান্ত ও জাকের মিলে দেড়শ পার করেন। সেঞ্চুরির পথে থাকলেও পুল করতে গিয়ে নিজের উইকেট দিয়ে গেছেন বাংলাদেশের অধিনায়ক। 


১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলে ফিরতে হয় শান্ত। এরপর জাকের ও রিশাদ মিলে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন। শেষের দিকে রিশাদের ২৬ এবং জাকেরের ৪৫ রানের ইনিংসে ২৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন স্পিনার ব্রেসওয়েল। এ ছাড়া ও’রুর্কি দুটি, ম্যাট হেনরি ও কাইল জেমিসন একটি করে উইকেট পেয়েছেন। 



সংক্ষিপ্ত স্কোর-


বাংলাদেশ- ২৩৬/৯ (৫০ ওভার) (তানজিদ ২৪, শান্ত ৭৭, রিশাদ ২৬, জাকের ৪৫; ব্রেসওয়েল ৪/২৬)


নিউজিল্যান্ড- ২৪০/৫ (৪৬.১ ওভার) (কনওয়ে ৩০, রাচিন ১১২, লাথাম ৫৫; মুস্তাফিজ ১/৪২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball