অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাচিনের, বদলি নিশাম

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়া সিরিজ শেষ রাচিনের, বদলি নিশাম
রাচিন রবীন্দ্র, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন রবীন্দ্র। কনকাশন পরীক্ষায় পাস করলেও মুখে চোট পাওয়ায় এই তরুণ অলরাউন্ডারকে খেলানো হচ্ছে না বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

ফিল্ডিং অনুশীলনের সময় বাউন্ডারির ধারে পড়ে গিয়ে মুখে আঘাত পান রাচিন। কাটা পড়ে তার নাক ও ওপরের ঠোঁটে। সেখানে বিশেষ ধরনের সেলাই দিতে হয়েছে। চোটের ধরণ বিবেচনায় রেখে তাকে সিরিজের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল।

তার বদলে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশামকে। তবে রাচিন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার হলেও নিশাম মূলত পেস বোলিং অলরাউন্ডার। একই ধরনের বদলি না নেয়ার বিষয়ে নিউজিল্যান্ড কোচিং স্টাফের ব্যাখ্যা স্কোয়াডের ভারসাম্য এবং অভিজ্ঞতা বিবেচনায় নিশামই তাদের প্রথম পছন্দ।

কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে, সেটিকে মাথায় রেখেই রাচিনকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'চোট গুরুতর কিছু নয়, তবে সেরে ওঠার জন্য তাকে (রাচিন) যথেষ্ট সময় দিতে চাই আমরা।'

চোটের কারণে আগে থেকেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ অন্তত আটজন প্রথম সারির ক্রিকেটার এই সিরিজে অনুপস্থিত। এমন পরিস্থিতিতে রাচিনের ছিটকে যাওয়া আরও একটি ধাক্কা।

নতুন করে সুযোগ পাওয়া নিশাম খেলেছেন ৮৪টি টি-টোয়েন্টি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত জুলাইয়ে, জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ (১ অক্টোবর)।

আরো পড়ুন: রাচিন রবীন্দ্র