রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
ছবি: আইসিসি

সবশেষ কয়েক বছরে ভারতের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার হয়ে উঠেছেন আইয়ার। ব্যাট হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেটার ছাপ রেখেছেন। মার্চে আইয়ার প্রথম ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে। সেদিন ব্যাট হাতে ৭৯ রান করেছিলেন তিনি। পরবর্তীতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচে তিনি করেছিলেন ৪৫ রান। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আইয়ারের ব্যাট থেকে এসেছিল ৪৮ রান।
ইংল্যান্ড সফরে আইয়ারকে না দেখে হতাশ সৌরভ
১১ জুন ২৫
এমন পারফরম্যান্সেই রাচিন ও ডাফিকে পেছনে ফেলেছেন তিনি। রাচিন চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি পাকিস্তান সিরিজেও ভালো করেছিলেন। পেসার ডাফি তো পাকিস্তান সিরিজে বল হাতে আলো ছড়িয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন। তবে পারফরম্যান্সের ইমপ্যাক্ট বিবেচনায় তাদের দুজনকে পেছনে ফেলেছেন ভারতীয় ব্যাটার।

আইসিসির মাসসেরার পুরস্কার জিতে আইয়ার বলেন, ‘মার্চ মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি অবিশ্বাস্যরকমের স্পেশাল, বিশেষ করে এমন এক মাসে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচিয়ে ধরেছি, যে মুহূর্তটি আমি আজীবন লালন করব। ভারতের হয়ে বড় মঞ্চে অবদান রাখতে পারা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন।’
সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড
৫ ঘন্টা আগে
ডানহাতি এই ব্যাটার আরও যোগ করেন, ‘সতীর্থ, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের অবিচল সমর্থন ও ভরসার জন্য। সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা- আপনাদের প্রাণশক্তি ও প্রেরণা আমাদেরকে এগিয়ে নেয় প্রতিটি পদক্ষেপে।’
মেয়েদের ক্রিকেটে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার হয়েছেন জর্জ ভল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৬১ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ান সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদকে।