আইসিসির মাসসেরার দৌড়ে আইয়ারের সঙ্গে রাচিন-ডাফি

ছবি: জ্যাকব ডাফি, শ্রেয়াস আইয়ার ও রাচিন রবীন্দ্র, আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললেও ডাফি দারুণ পারফরম্যান্স করেছেন পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অপ্রতিরোধ্য ছিলেন তিনি। সিরিজ জুড়ে তিনি ১৩ উইকেট নিয়েছেন মাত্র ৮.৩৮ গড় এবং ৬.১৭ ইকোনোমিতে। তার পারফরম্যান্সে ভর করেই পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে কিউইরা।
টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শীর্ষে ডাফি
২ এপ্রিল ২৫
ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এরপর মাউন্ট মঙ্গুনুইতে ২০ রানে ৪ উইকেট নেন ডাফি। এমন বোলিংয়েই আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ডাফি। মার্চের শেষে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আরও ২ উইকেট নিয়ে মোট ১৫ উইকেট নিয়ে মাস শেষ করেছেন এই কিউই পেসার।

এদিকে ভারতের আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। এই মাসে তিন ম্যাচ খেলে ১৭২ রান করেছেন ৫৭.৩৩ গড় ও ৭৭.৪৭ স্ট্রাইক রেটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৭৯ রান করেছিলেন আইয়ার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি ফাইনালে ৪৫ আর ফাইনালে কিউইদের বিপক্ষে ৪৮ রান করেন।
প্রভসিমরান-আইয়ারে পাঞ্জাবের জয়
১ এপ্রিল ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসর জুড়েই ব্যাট হাতে তুমুল ফর্মে ছিলেন। মার্চে তিন ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে ১৫১ রান। ৫০.৩৩ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রাচিন এই তিন ম্যাচে। পাশাপাশি তিনটি উইকেটও নিয়েছেন তিনি।
সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ১০৮ রানের ইনিংস খেলেন। টুর্নামেন্টে এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি। কেন উইলিয়ামসনের সাথে ১৬৪ রানের জুটি গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিউজিল্যান্ডকে সর্বোচ্চ সংগ্রহ গড়তে বড় অবদান রেখেছিলেন তিনি।