‘হিট অব দ্য মোমেন্টে’ ভুল বোঝাবুঝি হয়েছে: সুজন
‘কাজ করতে ইচ্ছে করছে না, বিপিএল করব না…।’ পর্যাপ্ত অনুশীলন সামগ্রী না পাওয়ায় এমন মন্তব্য করে অনুশীলন বয়কট করেন খালেদ মাহমুদ সুজন। নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে একই সিএনজিতে চড়ে মাঠ ছাড়েন সহকারী কোচ তালহা জুবায়েরও। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নোয়াখালীর মালিকপক্ষের চেষ্টায় কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও অনুশীলনে ফেরেন তারা দুজন। পরবর্তীতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন জানিয়েছেন, হিট অব দ্য মোমেন্টে’ ভুল বোঝাবুঝি হয়েছে।