ইফতিকে বলে রেখেছিলাম নিয়মিত বল করতে হবে: সুজন

ছবি: ইফতেখার হোসেন ইফতি, ক্রিকফ্রেঞ্জি

টপ অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে তার ডানহাতি পেস বোলিং খুবই কার্যকর। এটাই প্রমাণ করলেন এবারের ডিপিএলে প্রথম ম্যাচে। এমন পারফরম্যান্সের পর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের প্রশংসা পেয়েছেন এই তরুণ অলরাউন্ডার। চলতি ডিপিএলের আগে ইফতিকে খুব ভালো করে চিনতেন না সুজন। তবে নেটে তাকে বল করতে দেখে পছন্দ হয়েছিল তার। সেই সময়ই তাকে বলে রেখেছিলেন নিয়মিত বল করতে হবে ম্যাচে।
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১৬ মার্চ ২৫
ইফতি ব্যাট হাতেও ধারাবাহিকভাবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করছেন সেটাও চোখে পড়েছে সুজনের। ভবিষ্যতে এই অলরাউন্ডার আরও ভালো করতে পারবেন বলে আশাবাদী সুজন। সব মিলিয়ে এই অলরাউন্ডারকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন গুলশানের এই প্রধান কোচ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেছেন, 'আমি এই প্রথম ইফতির সঙ্গে কাজ করছি। ইফতিকে আমি নেটে দুইদিন দেখেছি। ১ তারিখ যখন নেটে বল করে আমি বলেছিলাম তাকে রেগুলার বল করতে হবে। ব্যাটিং নিয়ে কোনো কথা নাই। আমি দেখি যে সবসময় সে রান করে। প্রথম শ্রেণির ক্রিকেটেও রান করেছে। খুবই ডিসিপ্লিন এবং ডেডিকেটেড ছেলে সে। অবশ্যই আশা করবো আরও ভালো ক্রিকেটার যেন হতে পারে ভবিষ্যতে।'
তামিমের জায়গায় দায়িত্ব পাচ্ছেন হৃদয়
৭ ঘন্টা আগে
এদিকে গুলশানের মতো তারুণ্য নির্ভর দলের মোহামেডানকে হারিয়ে দেয়াও বড় ধরনের চমক। দলের ক্রিকেটারদেরকেই এই জয়ের কৃতিত্ব দিয়েছেন সুজন। ছোটো দলগুলো এভাবে ভালো করতে থাকলে ডিপিএল আরও জমজমাট হবে বলে আশাবাদী ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ।
সুজনের ভাষ্য, 'মোহামেডান অনেক বড় দল। তাদের সঙ্গে জেতাটা অনেক বড় প্রাপ্তি। ছেলেদের হ্যাটস অফ। আমার শুধু প্ল্যানিং ছিল। বাকি সবই ওদের। তারা খুবই খুবই ভালো খেলেছে। ইনশাল্লাহ আমি চাই এবারের লিগ এমন এক্সাইটিং হোক ভালো হোক। বড় দলগুলো ছোটো দলগুলোকে আন্ডারডগ বলে চিন্তা করবে না। একটা সম্মান থাকবে প্রতিপক্ষের।'