বৃষ্টির পেটে শেষ টি-টোয়েন্টি, সিরিজ জিতল ভারত
ভারতের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের সময় ব্রিসবেনে হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে টানা বৃষ্টির হলে ম্যাচের বাকি অংশ আর মাঠে গড়ায়নি। প্রথম টি-টোয়েন্টির পর শেষ ম্যাচেও গেল বৃষ্টির পেটে। মাঝের তিন ম্যাচের দুইটিতে জিতে নিয়েছে ভারত। ফলে দুইটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।