
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
আইপিএলের প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে দিল্লি ক্যাপিটালস। তারা ১১ ম্যাচের মধ্যে ৬টি জয় ও একটি ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে।
আইপিএলের প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে দিল্লি ক্যাপিটালস। তারা ১১ ম্যাচের মধ্যে ৬টি জয় ও একটি ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে।
চলতি বছরের অক্টোবরে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশই সিরিজটি বাস্তবায়িত করতে চায়। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৬৭ রান করেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩১ বলে ৪১ রান। বল হাতেও আলো ছড়িয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বল হাতেও ৫৮ রানে ৫ উইকেট নেন তিনি।
মাঠের ক্রিকেটে পাকিস্তানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। এরপর সহ্য করতে হচ্ছে অনেকের খোঁচা। এবার পাকিস্তান দলকে নিজের লক্ষ্যবস্তু বানালেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেমি ফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে আফগানদের। প্রায় অসম্ভব সমীকরণের মাঝে টিকে আছে আফগানিস্তানের সেমি ফাইনালের ভাগ্য।
লাহোরে বৃষ্টির সম্ভাবনা ছিল আগে থেকেই। প্রথম ইনিংসে বৃষ্টির ঝামেলা পোহাতে না হলেও দ্বিতীয় ইনিংসে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১২.৫ ওভার পেরিয়ে যাওয়ার পর বৃষ্টি হানা দিলে লম্বা সময় বন্ধ থাকে খেলা। পরবর্তীতে বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত খেলা চালানো সম্ভব হয়নি। ভারী বৃষ্টির ফলে আউটফিল্ডে প্রচুর পানি জমে। মাঠকর্মীরা চেষ্টা করলেও খেলার জন্য উপযুক্ত করে তোলা সম্ভব হয়নি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। চারটিতেই হেরেছে দলটি। তবে ২০২৩ বিশ্বকাপের ম্যাচটিতে জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ জিততে পারেনি আফগানরা। সেই ম্যাচে অবিস্মরণীয় এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দল জেতান গ্লেন ম্যাক্সওয়েল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে তাই আবারও আলোচনায় আসলেন ম্যাক্সওয়েল। যদিও শুধুমাত্র তাকে নিয়ে পরিকল্পনা করছে না আফগানিস্তান।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল। খেলা যেহেতু ভারতের মাটিতে, স্বাভাবিক ভাবেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিলো কানায় কানায় পূর্ণ। ঐতিহাসিক সেই ম্যাচের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ভারতকে হারিয়ে পুরো গ্যালারিকে চুপ করিয়ে দিতে চান তিনি। করেছিলেন ও তাই। লক্ষ্যাধিক সমর্থককে নীরব করে তুলে ধরেছিলেন শিরোপা। এবার প্রায় একই ধরণের কথা ম্যাচের আগে বললেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস ল্যাবুশেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির খেলায় ইংল্যান্ডকে আট রানে হারানোর পর অস্ট্রেলিয়াকেও আগাম হুমকি দিয়ে রেখেছেন জনাথন ট্রট। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এই জয়ের পর আফগানিস্তানকে হালকাভাবে নেবে না অস্ট্রেলিয়া, বিশ্বাস আফগানিস্তানের প্রধান কোচের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে ইংল্যান্ডের তখন ২৬ বলে প্রয়োজন ৩৯ রান! সেঞ্চুরিয়ান জো রুটের সঙ্গে ব্যাটিং করতে পারা জেমি ওভারটন উইকেটে থাকায় জয়ের পাল্লাটা ইংল্যান্ডের পক্ষেই ভারী। এমন সময় আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে শর্ট থার্ডম্যানের উপর দিয়ে খেলতে চাইলেন রুট। তবে ব্যাটের জায়গায় বল গ্লাভসে ছুঁয়ে যাওয়ায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের ক্যাচটা নিতে কঠিন হলো না।
গতকাল সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে আফগানিস্তান। যদিও টেম্বা বাভুমার দলের বিপক্ষে ১০৭ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। যদিও করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এতো এতো আফগান সমর্থক দেখে মনে হয়েছে এটি আফগানিস্তানেরই ঘরের মাঠ। ম্যাচ শেষে সেই কথাই জানিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।
রিকি পন্টিংয়ের মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারে এমন সম্ভাবনায় বাংলাদেশের চেয়েও এগিয়ে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের এমন কথা পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ হয়ত নেই। হাশমতউল্লাহ শহীদিও সবাইকে বার্তাই দিয়ে রাখলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আফগান অধিনায়ক জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা শুধু অংশগ্রহণ করতে আসেননি, অন্যদের মতো তারাও শিরোপাটাই জিততে চান।