promotional_ad

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

আফগানিস্তান ও বাংলাদেশ দল
চলতি বছরের অক্টোবরে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশই সিরিজটি বাস্তবায়িত করতে চায়। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

promotional_ad

পূর্ব প্রস্তাবিত একটি সিরিজ কয়েকবার স্থগিত হওয়ার পর এবার দুটি বোর্ডের মধ্যে আলোচনা শুরু হয়েছে একটি টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। সবকিছু ঠিক থাকলে এই সিরিজে থাকতে পারেন তিনটি টি-টোয়েন্টি। এই ব্যাপারে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাও।


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

২৩ ঘন্টা আগে
ফাইল ছবি

তিনি বলেছেন, 'আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।'


সিরিজটি অক্টোবরে হতে পারে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, 'আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।'



promotional_ad

প্রাথমিকভাবে আফগানিস্তান ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে ব্যস্ত সূচির কারণে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে সিরিজটি স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


আরো পড়ুন

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই

৫ মার্চ ২৫
আফগানিস্তানের জার্সিতে আজমতউল্লাহ ওমরজাই, আইসিসি

এরপর ভারতের গ্রেটার নয়ডায় জুলাই-আগস্ট মাসে একটি সীমিত ওভারের সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) আয়োজনের প্রস্তাব দেয় এসিবি, কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি। বিসিবির ধারণা ছিল সেই সময় ভারতের সেই অংশের আবহাওয়া সিরিজ খেলার জন্য আদর্শ হবে না।


বাংলাদেশ ও আফগানিস্তান শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলে। এবার দুই দেশের ক্রিকেট বোর্ডই সুবিধাজনক সময়ে টি-টোয়েন্টি সিরিজটি আয়োজনের আত্মবিশ্বাসী।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball