আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি

ছবি: ২০২৩ বিশ্বকাপে ২০১* রানের ইনিংস খেলার পথে গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ে অজিদের বিপক্ষে ম্যাচটিতে জিততে পারলে সেই আসরে সেমিফাইনাল খেলতে পারত আফগানরা। ২৯২ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ৯১ রানে অজিদের ৭ উইকেট তুলে নিয়েছিল আফগানরা।
‘ম্যাক্সওয়েল-লিভিংস্টোন কেবল ছুটি কাটাতে আইপিএলে আসে’
২১ এপ্রিল ২৫
কিন্তু রীতিমতো অবিশ্বাস্যভাবে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলে তাদের হৃদয় ভেঙে দেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অনেকের স্মৃতিতে সেটাই সেরা ইনিংস। এই ইনিংসের কথা মনে রেখেছেন আফগানদের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও।

চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন ম্যাচটিও বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতলেই সেরা চারে চলে যাবে আফগানরা। অপরদিকে অজিদের জন্যেও থাকছে সমান সুযোগ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পুরো অস্ট্রেলিয়া দল নিয়েই পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন শহীদি।
শুধু অংশগ্রহণ করতে আসিনি, আমরা শিরোপা জিততে চাই: হাশমতউল্লাহ
২০ ফেব্রুয়ারি ২৫
ম্যাচের আগের দিন সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে শহীদি বলেন 'আপনি ভাবছেন আমরা কি শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলতে আসবো? আপনি কি ভাবেন এরকমটা হবে? আমাদের পুরো অস্ট্রেলিয়া দল নিয়ে পরিকল্পনা রয়েছে। আমি জানি সে (ম্যাক্সওয়েল) ২০২৩ বিশ্বকাপে খুব ভালো খেলেছে কিন্তু সেটা ইতিহাসের অংশ।'
'কিন্তু এরপর আমরা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছি। আর আমরা সব প্রতিপক্ষ সম্পর্কে ভাবি। একজনের পরিকল্পনা নিয়ে মাঠে আসছি না। তো হ্যাঁ, পরিকল্পনা নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের এবং আমরা শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলছি না। আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাচ্ছি।'