অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই

আফগানিস্তানের জার্সিতে আজমতউল্লাহ ওমরজাই, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৬৭ রান করেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩১ বলে ৪১ রান। বল হাতেও আলো ছড়িয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বল হাতেও ৫৮ রানে ৫ উইকেট নেন তিনি।

promotional_ad

এমন একটি বৈশ্বিক আসরের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন ওমরজাই। তিনি ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন। তিনি পেছনে ফেলেছেন সতীর্থ মোহাম্মদ নবিকে। ২৯৬ রেটিং পয়েন্ট নিয়ে আসিসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন এই পেস বোলিং অলরাউন্ডার। নবি তার চেয়ে পিছিয়ে আছেন ৪ রেটিং পয়েন্টে।


আরো পড়ুন

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন ওমরজাই

৭ জুলাই ২৫
ফাইল ছবি

২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এগিয়েছেন ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলও। তিনি ১৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৩ নম্বরে। ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন তিনি।


promotional_ad

এদিকে ব্যাটারদের তালিকায়ও উন্নতি করেছেন আজমত। ১২৬ রান করে তিনি ১২ ধাপ উন্নতি করেছেন। ২৪ নম্বরে উঠে এসেছেন। এদিকে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ৮ ধাপ উন্নতি করেছেন। এর মধ্যে দিয়ে ১৬ নম্বরে থেকে ওয়ানডে ক্যারিয়ার করলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ওয়ানডের ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন শুভমান গিল।


আরো পড়ুন

রুটকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের

৯ জুলাই ২৫
শুভমান গিল ও হ্যারি ব্রুক

বোলারদের র‍্যাঙ্কিংয়ে খুব বেশি কোনো পরিবর্তন আসেনি। শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ থিকশানা। আর দুই নম্বরে প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। এদিকে তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কিউই পেসার ম্যাট হেনরি। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে এই পেসার চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি। আর মোহাম্মদ শামি ৩ ধাপ এগিয়ে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball