promotional_ad

সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দিকে তাকিয়ে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া
লাহোরে বৃষ্টির সম্ভাবনা ছিল আগে থেকেই। প্রথম ইনিংসে বৃষ্টির ঝামেলা পোহাতে না হলেও দ্বিতীয় ইনিংসে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১২.৫ ওভার পেরিয়ে যাওয়ার পর বৃষ্টি হানা দিলে লম্বা সময় বন্ধ থাকে খেলা। পরবর্তীতে বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত খেলা চালানো সম্ভব হয়নি। ভারী বৃষ্টির ফলে আউটফিল্ডে প্রচুর পানি জমে। মাঠকর্মীরা চেষ্টা করলেও খেলার জন্য উপযুক্ত করে তোলা সম্ভব হয়নি।

promotional_ad

দুই ইনিংসেই ২০ ওভার খেলা না হওয়ায় পরিত্যক্ত হয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচে। এক পয়েন্ট পাওয়ায় ‘বি’ গ্রুপ থেকে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার। এক জয় পাওয়া আফগানিস্তানের পয়েন্ট তিন। রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছেন রশিদ খানরা। সেমিফােইনালে যেতে ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে আফগানদের। 


আরো পড়ুন

আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি

১৩ ঘন্টা আগে
২০২৩ বিশ্বকাপে ২০১* রানের ইনিংস খেলার পথে গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো

৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা সাউথ আফ্রিকার পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করাচিতে। জস বাটলারদের হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে প্রোটিয়ারা। হারলেও অবশ্য সেরা চারে যাওয়ার বড় সুযোগ থাকবে তাদের হাতে। ৩০১ রান তাড়ায় সাউথ আফ্রিকা যদি ২০৭ রানে হেরে যায় তাহলেই কেবল বাদ পড়বে তারা। এমন অবস্থায় সেমিফাইনালে উঠবে আফগানিস্তান। তবে রান রেটে অনেক পিছিয়ে থাকায় রশিদ, মোহাম্মদ নবিদের সেরা চারে ওঠার সম্ভাবনা ক্ষীণই বলা চলে।


লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট। ইনিংসের শুরুতেই ক্যাচ ছেড়ে তাদের দুজনকে জীবন দিয়েছেন রশিদ ও নাঙ্গোলিয়া খারোটে। জীবন পেয়েও অবশ্য ২০ রানের বেশি করতে পারেননি শর্ট। আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ এক ডেলিভারিতে লং অনের উপর দিয়ে তুলে মারতে গিয়ে গুলবাদিন নাইবকে ক্যাচ দিয়েছেন। 


শর্ট ফেরার পর স্মিথকে নিয়ে অস্ট্রেলিয়াকে টানতে থাকেন হেড। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৮ চার ও একটি ছক্কায় মাত্র ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ওপেনার। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৯০ রান তোলে অস্ট্রেলিয়া। ১২ ওভারে দলের রান একশ ছুঁয়েছে তারা। তবে ১২.৫ ওভারের সময় হানা বৃষ্টি। ফলে এক উইকেট ১০৯ রান নিয়ে ড্রেসিং রুমে ফিরে যেতে হয় হেড ও স্মিথকে। সেই সময় হেড ৫৯ ও স্মিথ অপরাজিত ছিলেন ১৯ রানে। বৃষ্টির কারণে খেলা চালানো সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।



promotional_ad

 


আরো পড়ুন

আফগানিস্তানকে হারিয়ে লাহোরের দর্শকদের চুপ করাতে চান ল্যাবুশেন

১৪ ঘন্টা আগে
ব্যাটিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছে মার্নাস ল্যাবুশেন, ফাইল ফটো

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। স্পেন্সার জনসনের প্রতি ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়েছেন গুরবাজ। বাঁহাতি পেসারের ইয়র্কার বুঝতে না পেরে খানিকটা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন রানের খাতা খুলতে না পারা আফগান ওপেনার। দ্বিতীয় উইকেটে সেকিদউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ইব্রাহিম। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তানকে ৫৪ রান এনে দেন তারা দুজন।


ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলা ইব্রাহিমকে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ডানহাতি লেগ স্পিনারের ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কাট করতে গিয়ে ল্যাবুশেনের হাতে ক্যাচ দিয়েছেন। আগের ম্যাচে দেড়শ ছোঁয়া ইনিংস খেলা ইব্রাহিমকে ফিরতে হয় ২২ রানে। চারে নেমে সুবিধা করতে পারেননি রহমত। অফ স্পিনার ম্যাক্সওয়েলের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপার ইংলিসকে ক্যাচ দিয়েছেন। 


রহমতের ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। একশর আগে তিন উইকেট হারানো আফগানিস্তানকে এগিয়ে নেন সেদিকউল্লাহ ও শহীদি। তারা দুজনে মিলে ৬৮ রানের জুটি গড়েন। মাঝে ৬৪ বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন সেদিকউল্লাহ। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে সেদিকউল্লাহকে একশ ছুঁতে দেননি জনসন। বাঁহাতি পেসারের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়েছেন ৮৫ রানের ইনিংস খেলা এই ব্যাটার। একটু পর ফিরেছেন অধিনায়ক শহীদিও। 



জাম্পার অফ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে ল্যাবুশেনকে ক্যাচ দিয়েছেন ২০ রান করা এই ব্যাটার। পরবর্তীতে নবি, গুলবাদিন নাইবরা ফিরেছেন দ্রুতই। ১৭ বলে ১৯ রান করে আফগানিস্তানের রান বাড়িয়ে চেষ্টা করেছেন রশিদ। তবে আফগানদের হয়ে শেষের দিকে রানটা বাড়িয়ে নিয়েছেন ওমরজাই। দারুণ ব্যাটিংয়ে ৫৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ওমরজাই শেষ পর্যন্ত ৬৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। আফগানিস্তানের ২৭৩ রানের দিনে অস্ট্রেলিয়ার হয়ে বেন ডোয়ারশিস তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন জনসন ও জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball