দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

ফ্র্যাঞ্চাইজি লিগ
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএলের প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে দিল্লি ক্যাপিটালস। তারা ১১ ম্যাচের মধ্যে ৬টি জয় ও একটি ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে।

প্লে অফের আগেই তারা হ্যারি ব্রুকের বদলি হিসেবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে দলে নিয়েছে। আফগানিস্তানের এই ওপেনার প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন।

ইংল্যান্ডের ব্যাটার ব্রুক এবারের আইপিএলের শুরুতে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেন। এর ফলে শাস্তিও ভোগ করতে হচ্ছে তাকে। আইপিএলের আগামী দুই আসরে নিষিদ্ধ থাকবেন এই ইংলিশ ব্যাটার।

এবারের আইপিএল নিলামে ব্রুককে সোয়া ৬ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। একই ফ্র্যাঞ্চাইজি ২০২৪ সালে তাকে ৪ কোটি রুপিতে কিনেছিল, সে বারও তিনি খেলেননি। প্রথমবার না খেলার পেছনে দাদির মৃত্যুতে দেশে থাকার কথা জানিয়েছিলেন।

এবারের আইপিএলের নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিদের দাবি অনুযায়ী হুট করে নাম সরিয়ে নেয়া ক্রিকেটারদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়। সেই অনুযায়ীই ব্রুককে শাস্তি পেতে হচ্ছে।

এদিকে সেদিকউল্লাহ ২০২৩ সালে আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন। এরপর অবশ্য দলটির হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। আইপিএলের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এখন তিনি সোয়া এক কোটি রুপিতে দিল্লিতে যোগ দেবেন।

আরো পড়ুন: সেদিকউল্লাহ অটল