অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না: আফগানিস্তানের কোচ

ছবি: ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান দল, ফাইল ফটো

ট্রটের অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফরমান্সে চারটি ম্যাচ জিতে সেমি ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছিল আফগানিস্তান। সেবার ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো বড় দলকে হারায় আফগানরা।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ধারা বজায় রাখে তারা। সেমি-ফাইনালে উঠে ইতিহাস রচনা করে দলটি। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নেয়। শেষ ম্যাচে অজিদের হারাতে পারলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে আফগানরা।

ট্রট বলেন, 'আগে হয়তো সূচিতে এই ম্যাচটি দেখে লোকে ভাবত, ঐতিহ্যবাহী কোনো টেস্ট দলের সঙ্গে খেলার চেয়ে এটি সহজ হবে। তবে এই সংস্করণে, এমন কন্ডিশনে, আমার এখন আর তা মনে হয় না। আমি যা দেখি, আমাদের প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি ম্যাচেই আমরা জয়ের প্রত্যাশা নিয়ে নামি। অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না।'
২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিয়েছিল আফগানরা। সেবার গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংসে জিতে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে প্রতিবারই অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করেছে আফগানরা।
ট্রট আরও বলেন, 'আমি কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছি এবং তিনবারই আমরা লড়াইয়ে ছিলাম প্রবলভাবে। আমি ছেলেদেরকে বলব, আজকে রাতটা উপভোগ করতে। এটা নিশ্চিত করব যে, কালকে সকালে ঘুম থেকে উঠে দ্রুত ওরা অস্ট্রেলিয়ার জন্য তৈরি হওয়া শুরু করবে।'