বাংলাদেশকে একটা ট্রফি এনে দিতে চাই: হাসান মাহমুদ
বিপিএলের প্রথম ছয় ম্যাচের সবকটিতেই হারে নোয়াখালী এক্সপ্রেস। বারবারই একরাশ হতাশা নিয়ে সিলেট থেকে ফিরতে হয় ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের। যদিও শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে হারের বৃত্ত থেকে বের হয় খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। চলতি বিপিএলে সেরা চারে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ তাদের জন্য। আপাতত জয় ছাড়া কিছুই ভাবছেন না হাসান মাহমুদ।