চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে যাচ্ছেন হাসান
![অনুশীলনে হাসান মাহমুদ, ফাইল ফটো](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/6Pe5ca71afjf574S4cQ20594.jpg)
ছবি: অনুশীলনে হাসান মাহমুদ, ফাইল ফটো
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
এবার জানা গেছে পেসার হাসান মাহমুদকে দলের সঙ্গে নেয়া হচ্ছে। তবে টুর্নামেন্ট শুরু হলেই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
হাসানের পাশাপাশি খালেদকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছে বাংলাদেশ
১০ ঘন্টা আগে![চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেই দেশে ফিরবেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ, ফাইল ফটো](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/2Ff995Q3489f43bC893bbe3n.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে আছেন চার পেসার। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। হাসান সর্বশেষ বিপিএলে দারুণ বোলিং করেছেন। সেই পারফরম্যান্স বিবেচনাতেই দলের সঙ্গে যাচ্ছেন হাসান।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সুযোগ বেশি: পন্টিং
১ ঘন্টা আগে![রিকি পন্টিং ও বাংলাদেশ দল](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/7836ak22951a6Qn04457df5J.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ভারতের আপত্তির কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। ফাইনাল ম্যাচের জন্য পাকিস্তানকেই ভেন্যু রাখা হয়েছে। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইতেই।