হাসানকে মোকাবেলা করতে চাই না, মিরাজ দারুণ ব্যাটিং করছে: রস
ছবি: সংবাদ সম্মেলনে কথা বলছেন অ্যালেক্স রস, বিসিবি
দুজনই দারুণ ফর্মে আছেন। বিশেষ করে মিরাজ ব্যাটে-বলে পারফর্ম করে দলকে এগিয়ে নিচ্ছেন। এবারের বিপিএলে এখনু পর্যন্ত ৯ ইনিংসে ২২৯ রানের পাশাপাশি ৯ উইকেট নিয়েছেন তিনি। আর তাতেই প্লে অফে খেলার স্বপ্ন দেখছে দলটি।
খুলনার প্লে অফের পথ কঠিন করে রংপুরের আরও কাছে বরিশাল
২ ঘন্টা আগেআর হাসান বল হাতে খুব বেশি আলো ছড়াতে না পারলেও নিয়েছেন ৯টি উইকেট। তার মিতব্যয়ী বোলিং নজর কেড়েছে অনেকের। রস তো সংবাদ সম্মেলনে বলেই দিলেন তিনি হাসানের মোকাবেলা করতে চান না। তার অ্যাকশের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
এ প্রসঙ্গে রস বলেছেন, 'আমি তাকে মোকাবেলা করতে চাইব না (হাসানকে)। হাসানের বোলিংয়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। সে দারুণ বোলার। তার অ্যাকশনও দারুণ। সে বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলবে। সে খুবই ভালো ছেলে।'
মিরাজ বেশ কয়েকটি ম্যাচে খুলনার হয়ে ওপেনিং করেছেন। তাতে করে দলটির ওপেনিং সমস্যার সমাধান হয়েছে। সেই সঙ্গে নিয়মিত নতুন বলে উইকেট নিচ্ছেন। নির্বাচকরা তার ওপর আস্থা রাখবেন বলেই আশাবাদী রস।
প্লে-অফে যেতে কোন দলকে কী করতে হবে
২৪ জানুয়ারি ২৫তিনি বলেছেন, 'সে দুর্দান্ত ব্যাটিং করছে। আমি দুই ম্যাচে তাকে ওপেনিং করতে দেখেছি। আমি কোনোভাবেই বলবো না সে ভালো ওপেনার না। আশা করছি তাকে এই জায়গায় আগামীতেও দেখা যাবে। কোচ এবং নির্বাচাকরা বিষয়টি নিয়ে ভাববে।'
গত বছর বাংলাদেশ দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। তবে এখনও বাংলাদেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়নি তার। এবারের বিপিএলে অঙ্কন আছেন দারুণ ফর্মে। ৯ ম্যাচে ২১৯ রান করেছেন তিনি। রস মনে করেন বাংলাদেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ভালো করবে অঙ্কন।
অঙ্কনের প্রশংসা করে রস বলেছেন, 'না ওর মধ্যে অনেক প্রতিভা আছে। সমস্যাটা হবে এখানকার বাউন্ডারি ছোট কিছুটা। আপনি অস্ট্রেলিয়ার কথাই ধরুন। সেখানকার স্কয়ারের বাউন্ডারি বেশ বড়। এমসিজি, অপ্টাস, সিডনিতে ব্যাক অব দ্য লেন্থের বল মারতে গিয়ে উপরে উঠে যাবে। সে যদি যথেষ্ঠ সক্তিশালী হয় থাকলে শুধু ছক্কা হবে। তাকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই সে অবশ্যই এর সঙ্গে মানিয়ে নেবে এই মুহূর্তে তার ব্যাটিং দারুণ হচ্ছে।'