promotional_ad

দুইটা লো ফুল টস বল ছিল, আমার মিস হয়ে গেছে: বিজয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংবাদ সম্মেলনে বিজয়, বিসিবি
খুলনা টাইগার্সের বিপক্ষে ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রানে হেরেছে দুর্বার রাজশাহী। সেঞ্চুরি করেও এই ম্যাচে দলকে জেতাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। শেষ তিন ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ৩৬ রান। সেই সময় বিজয় অপরাজিত ছিলেন ৪৫ বলে ৮২ রান করে।

promotional_ad

সেখান থেকেই সমীকরণ মেলাতে ব্যর্থ হয়েছে রাজশাহী। ম্যাচের শেষ বলে সিঙ্গেল নিয়ে কোনো মতে সেঞ্চুরি পূরণ করলেও দলকে জেতাতে না পেরে আক্ষেপে পুড়ছেন বিজয়। শেষ ৩ ওভারের মধ্যে ১২টি বলই খেলেছেন বিজয়। সেখান থেকে রান তুলতে পেরেছেন কেবল ১৮ রান। ফলে হারের দায় অনেকটাই বিজয়ের কাঁধে যায়।


আরো পড়ুন

বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করল রাজশাহী

২০ জানুয়ারি ২৫
খুলনার বিপক্ষে সেঞ্চুরির পথে বিজয়, ক্রিকফ্রেঞ্জি

বিজয় নিজেও আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, 'আসলে... শেষ দিকে দুইটা লো ফুল টস বল ছিল, আমার মিস হয়ে গেছে। একটা এই পাশ থেকে যে (সালমান ইরশাদ) বল করল, আরেকটা হাসানের বলে। এই দুইটা বলে আমার দিক থেকে বাউন্ডারি হতে পারত। এটা মিস করেছি।'



promotional_ad

মাত্র ৭ রানেই ফিরতে পারতেন বিজয়। জীবন পেয়ে আর আউট হনি তিনি। তবে দলকে জেতাতে না পেরে হতাশ বিজয় বলেছেন, 'আমার ব্যাটিং নিয়ে আসলে... শুরুতেই আফিফের হাতে একটা ক্যাচ ছিল। ৬-৭ রানে আউট হয়ে যেতে পারতাম। তবুও আল্লাহ হয়তো দিয়েছেন। তাই এত বড় রান হয়েছে। ম্যাচ জেতাতে পারলে আলাদা একটা শান্তি লাগত।'


আরো পড়ুন

ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা

১৮ জানুয়ারি ২৫
রনি তালুকদারকে আউট করে সানজামুল ইসলামের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

শেষ ওভারে রাজশাহীকে ১৭ রান তুলতে দেননি পেসার হাসান মাহমুদ। এই পেসার খরচ করেছেন মাত্র ৯ রান। হাসান ৪ ওভারে ২৫ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরষ্কারও জিতেছেন। সংবাদ সম্মেলনে এসে হাসান জানিয়েছেন বিজয়কে বল করা কঠিন ছিল তার জন্য। তাই ইয়র্কারই তার শেষ ভরসা ছিল। সেই পরিকল্পনাতেই সফল হয়েছেন তিনি।



হাসান বলেন, 'তাকে (এনামুল) সোজা বল করাটা একটু কঠিন ছিল। কারণ পেছনেও শট খেলছিলেন, সামনেও শট খেলছিলেন। তাই চিন্তা করেছিলাম, একটা পরিকল্পনা করে হয়তো তাকে ব্লাফ দিতে পারব। ওয়াইড ইয়র্কারের সেট-আপ করে হয়তো পায়ে ইয়র্কার মারা যাবে। ওই পরিকল্পনাই সফল হয়েছে। তাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি দেখছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball