স্পিনাররাই বাংলাদেশকে জেতাবে, বিশ্বাস হাসানের

বাংলাদেশ
স্পিনাররাই বাংলাদেশকে জেতাবে, বিশ্বাস হাসানের
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিলেটে উইকেট বেশিরভাগ সময়ই ব্যাটার-বোলারদের সমান সুবিধা দিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও নাজমুল হোসেন শান্তর চাওয়া ছিল স্পোর্টিং উইকেট। সিলেট টেস্টের প্রথম দিনে সেটারই প্রতিচ্ছবি পাওয়া গেছে। যদিও পুরো দিনে দাপট দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। খুব বেশি বড় টার্ন দেখা না গেলেও আয়ারল্যান্ডের ৮ উইকেটের ছয়টিই নিয়েছেন স্পিনাররা। হাসান মাহমুদ মনে করেন, মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদ কিংবা তাইজুল ইসলামরাই শেষ পর্যন্ত বাংলাদেশকে জেতাবেন।

ইনিংসের চতুর্থ বলেই অ্যান্ডি বালবির্নিকে ফিরিয়ে বাংলাদেশকে ভালো শুরুই এনে দিয়েছিলেন হাসান। দিনের প্রথম সেশনে আইরিশরা উইকেট হারাতে পারতো বেশ কয়েকটি। সাদমান ইসলাম, মিরাজ ও তাইজুলের ক্যাচ মিসে খানিকটা এগিয়ে যায় সফরকারীরা। জীবন পেয়ে পল স্টার্লিং সেটা কাজেও লাগিয়েছেন ভালোভাবে। তবে দ্বিতীয় সেশন থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। ওই সেশনে তিনটা উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা।

পরবর্তীতে তৃতীয় সেশনেও দাপুটে বোলিং করেছেন মুরাদ-মিরাজরা। প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ২৭০ রান করতে পেরেছে আয়ারল্যান্ড। সরফরকারীরা তিনশর কাছাকাছি রান করলেও নিজেদেরকে ভালো অবস্থানে দেখছেন হাসান। ডানহাতি এই ব্যাটারের চাওয়া, দ্বিতীয় দিনের সকালে দ্রুতই অল আউট করে ব্যাটিংয়ে নেমে লিড নেয়া।

এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আমার মনে হয় আমরা খুব ভালো অবস্থানে আছি এখন। কালকে শুধু সকালবেলা দ্রুতই ওদের উইকেট নিতে হবে। ওদের ব্যাটিং অর্ডার হিসেবে রান খুব বেশি না। আশা করি আমরা এটা তাড়া করে আবার ভালো একটা কামব্যাক করব।’

ভিন্ন আরেকটি প্রশ্নে ডানহাতি এই পেসার বলেন, ‘ব্যাটিং উইকেট হিসেবে ৩০০ রান আমি খুব বেশি বলব না। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে আরও কমে রাখা যায়, ইকনোমিক্যাল বোলিং করা যায়। এখন রান রেট তিন করে আছে। ব্যাটিং উইকেটে এটা হবেই, স্বাভাবিক।’

আয়ারল্যান্ডের ৮ উইকেটের মধ্যে একটি করে নিয়েছেন হাসান ও নাহিদ রানা। বাকিদের ৬টির মধ্যে মিরাজ তিনটি, মুরাদ দুইটি এবং তাইজুল নিয়েছেন একটি উইকেট। স্পিনাররা ছয়টি উইকেট নিলেও সারাদিনে বোলিংয়ে সেভাবে টার্ন দেখা যায়নি। তবে হাসান জানান, যতদিন যাবে উইকেট থেকে ততো বেশি টার্ন পাবেন স্পিনাররা। সিলেট টেস্ট জিততেও তাই স্পিনারদের উপরই ভরসা করছেন তিনি।

হাসান বলেন, ‘আমি বলব যে স্পিনারদের জন্য ভালো একটা সুযোগ। যতদিন যাবে উইকেট আরও একটু ঘুরবে বা টার্ন করবে। বোলাররা যদি ধারাবাহিক থাকে তাদের লাইন-লেংথে—আমার মনে হয় স্পিনাররাই দিন শেষে ম্যাচ জেতাবে আমাদের।’

আরো পড়ুন: বাংলাদেশ