promotional_ad

বিশ্বাস ছিল হাসান ম্যাচ জেতাবে: মেহেদী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ দল, ক্রিকইনফো
হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে শেষ ওভারে ১০ রানের সমীকরণ মেলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেই ওভারে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ৭ রানের জয় এনে দিয়েছেন এই পেসার। যদিও এক সময় মনে হচ্ছিল ক্যারিবীয়রা ম্যাচ জিতে নেবে অনায়াসে।

promotional_ad

যদিও সেটা হতে দেননি হাসান। এই ম্যাচে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের টপ ও মিডল অর্ডারে ধস নামান শেখ মেহেদী। এরপর রভম্যান পাওয়েল একাই টানতে থাকেন দলটিকে। শেষ ওভারে ৩৫ বলে ৬০ রান করা পাওয়েল ও ৯ রান করা জোসেফের উইকেট নিয়ে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন হাসান।


ম্যাচ শেষে হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন মেহেদী। তার বিশ্বাস ছিল শেষ ওভারে ম্যাচ জেতাতে পারবেন হাসান। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে শেষদিকে জিতিয়েছিলেন হাসান। সেই ম্যাচের স্মৃতি চোখে ভাসছিল মেহেদীর।


promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর গণমাধ্যমকে মেহেদী বলেছেন, 'হাসান আবারও নিজেকে প্রমাণ করেছে। আয়ারল্যান্ড সিরিজে ডেথ ওভারে হাসান একটি ম্যাচ জিতিয়েছি। ওই ম্যাচের কথা আমার মনে পড়ছিল। আমার অনুভূতি হচ্ছিল হাসান হয়তো পারবে। হাসানের বিশ্বাস ছিল কিনা জানি না, আমার নিজের ভেতর সেই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তো ম্যাচটা শেষ করবে। আলহামদুলিল্লাহ শেষ ওভারে হাসান অসাধারণ বল করেছে।'


৬১ রানে ৭ উইকেট তুলে নেয়ার পরও ক্যারিবীয়দের পাল্টা আক্রমণে দিশাহারা হয়ে গিয়েছিল বাংলাদেশ। মেহেদী জানালেন জয়ের জন্য সবাই মুখিয়ে ছিল। তাই সবার প্রচেষ্টাতেই দারুণ এক জয় ধরা দিয়েছে বাংলাদেশের হাতে। পরিশ্রম করেই ম্যাচ জিতেছেন বলে জানালেন মেহেদী।


কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতার অনুভূতি জানিয়ে মেহেদী বলেছেন, 'আমরা কী আরামে জিতেছি? সবকিছু কষ্ট করেই হয়েছে। সবাই জেতার জন্য অনেক ক্ষুধার্থ ছিল। প্রত্যেকটা প্লেয়ারই জেতার জন্য মুখিয়ে ছিল। এ কারণেই আমরা সফল হতে পেরেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball