চার-পাঁচে খেলতে চান সাব্বির, দল খেলাচ্ছে সাত-আটে
সাব্বির রহমানের পারফরম্যান্স নিয়ে প্রশ্নটা ছিল স্বাভাবিকই। তবে উত্তরে স্বস্তির বদলে উঠে এলো এক ধরনের বিরক্তি। রান কম–বেশি নিয়ে নিজের মূল্যায়ন জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। সংবাদ মাধ্যমে ধীরে ধীরে স্পষ্ট হয়, বিষয়টা আসলে ব্যক্তিগত ফর্মের চেয়ে ব্যাটিং পজিশনকে ঘিরে জমে থাকা অসন্তুষ্টির।