জাতীয় দল নিয়ে ভাবছেন না সাব্বির

ঘরোয়া
জাতীয় দল নিয়ে ভাবছেন না সাব্বির
সাব্বির রহমান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরের কয়েক বছরে জাতীয় দলে নিয়মিত ছিলেন সাব্বির রহমান। নিজের সেরা সময়ে চার-ছক্কায় মারকুটে ব্যাটিং করে সবার নজর কেড়েছিলেন ডানহাতি এই ব্যাটার। নান্দনিক সব শটে বাংলাদেশের সবচেয়ে বিধ্বংসী ব্যাটারও হয়ে উঠেছিলেন তিনি। তবে সাব্বিরের ওমন ব্যাটিং পাওয়া যায়নি খুব বেশি সময় ধরে। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে অনিয়মিত রাজশাহীর এই ক্রিকেটার।

ডিপিএলের পর সবশেষ বিপিএলেও ব্যাট হাতে কয়েকটি ভালো ইনিংস খেলেছিলেন। এখনো সাব্বিরের ব্যাটে খুঁজে পাওয়া যায় হারানো দিনের সেসব সেরা শট। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম দিনেও পুরনো দিনের সাব্বিরের ঝলক দেখা গেছে। শুরুতে একটু দেখেশুনে খেললেও শেষ ওভারে শহিদুল ইসলামকে তিন ছক্কা মারেন তিনি। ৩৩ বছর বয়সি ব্যাটার খেলেছেন ১৫ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস।

ওমন ব্যাটিংয়ের ধারাবাহিকতা না থাকায় জাতীয় দলেও ফেরা হচ্ছে না সাব্বিরের। ডানহাতি এই ব্যাটার জানান, এখন আপাতত জাতীয় দল নিয়ে চিন্তা করছেন না। তবে ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার বিশ্বাস করেন ভালো খেললে এবং অ্যাপ্লিকেশন ঠিকঠাক থাকলে নিজের জায়গায় যাওয়া সম্ভব। তবে আপাতত নিজেকে সময় দিতে চান এবং উপভোগ করতে চান।

এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আমি জাতীয় দল নিয়ে এখন চিন্তা করছি না। ভালো খেললে, অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার জায়গায় যাবেন। এটা নিয়ে সন্দেহ নেই। কষ্ট করে যাচ্ছি, অনুশীলন করছি এবং নিজেকে সময় দিয়ে উপভোগ করে যাচ্ছি। যেখানে খেলছি ভালো খেলার চেষ্টা করছি, অভিজ্ঞতা অর্জন করছি, দায়িত্ব বাড়ছে। আমি আমার সময়টা উপভোগ করছি।’

সাব্বির বিশ্বাস করেন, দলে যাকে প্রয়োজন তাকেই নেয়া হবে। তিনি বলেন, ‘আসলে জেদ না ভাই। জেদ দেখে তো আসলে লাভ নেই। কারণ দুর্ভাগ্যবশত যার পছন্দ থাকবে, সে তাকে নেবে। দলে যদি কাউকে প্রয়োজন হয় তাহলে তাকে নেবে। সুযোগ পাইনি দেখে আমার মন খারাপ না, কষ্টও নাই।’

জাতীয় দলে ফিরতে এনসিএল টি-টোয়েন্টি ও বিপিএলের মতো টুর্নামেন্টকে কাজে লাগাতে হবে সাব্বিরের। এক ম্যাচ মাঠে গড়ানোর পর বৈরি আবহাওয়ার কারণে আপাতত স্থগিত করা হয়েছে দেশের ঘরোয়া টুর্নামেন্টটি। জানা গেছে, ২৪ সেপ্টেম্বরের পর আবারও শুরু হতে পারে। রাজশাহী বিভাগের হবে সেরা ক্রিকেটটা খেলতে চাইবেন তিনি। এনসিএল টি-টোয়েন্টিতে ভালো করলে বিপিএলেও দল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে ৯ ছক্কায় ৩৩ বলে খেলেছিলেন ৮২ রানের ইনিংস। এবারের বিপিএলেও সেটা ধারাবাহিকভাবে ফিরতে পারলে সুযোগ আসতে পারে তাঁর। সাব্বির নিজেও জানেন সেটা। তিনিও তাই বিপিএলকে লক্ষ্য করে এগোচ্ছেন, অনুশীলন করছেন এবং চেষ্টা করছেন।

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি