promotional_ad

'ছন্দ ধরে রাখতে পারিনি', ঢাকার ব্যর্থতা নিয়ে সাব্বির

সংবাদ সম্মেলনে সাব্বির রহমান, বিসিবি
এবারের বিপিএলে ৬ নম্বরে থেকে আসর শেষ করেছে নবাগত দল ঢাকা ক্যাপিটালস। ১২ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র ৩টিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরে। দলটির ব্যাটার সাব্বির রহমান করেন শুরু থেকেই তারা ছন্দ খুঁজে পাননি।

promotional_ad

আর যখন ছন্দ খুঁজে পেয়েছেন তখন সেটি নিয়ে এগোতে পারেননি। এ কারণেই বিপিএলের এবারের আসরে ভরাডুবি হয়েছে তাদের। প্লে অফে খেলার সুযোগ না হওয়ায় আগেভাগেই বিপিএল শেষ হয়ে গেছে ঢাকার। সাব্বির মনে করেন আগামী বছরের জন্য প্রস্তুতি নেয়া ছাড়া আর কিছু করার নেই তাদের।


আরো পড়ুন

একটু দুষ্টুমি করেছি, বড় ভাই বকা দিয়েছে মেনে নিতে হবে: সাব্বির

১৭ জানুয়ারি ২৫
বিপিএল খেলার ফাঁকে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে সাব্বির রহমান

সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, 'টি-টোয়েন্টি ম্যাচ খুব দ্রুত হয়। আমরা প্রথম ম্যাচগুলো হেরে গেছি মোমেন্টাম ধরতে পারিনি। এরপর আমরা মোমেন্টাম পেয়েছিলাম ধরে রাখতে পারিনি। টি-টোয়েন্টি দ্রুত হয়। আমাদের বিরতিগুলো কম ছিল। আমরা মোমেন্টাম ধরতে পারিনি। এটাই আমাদের ব্যর্থতার কারণ। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। কিছু করার নেই ম্যাচ তো শেষ। আগামী বছরের জন্য আবার প্রস্তুতি নিতে হবে।'



promotional_ad

এবারের বিপিএলে সাব্বির ৯ ম্যাচে ১৮৯ রান সংগ্রহ করেছেন। চিটাগং কিংসের বিপক্ষে একটি ম্যাচে ৩৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তবে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। আর কোনো ম্যাচেই ত্রিশের কোটা পাড় করতে পারেননি সাব্বির।


আরো পড়ুন

প্লে অফে কে কার মুখোমুখি হচ্ছে?

১২ ঘন্টা আগে
চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

ব্যক্তিগতভাবে বিপিএলের এবারের আসরটি খুব একটা ভালো না গেলেও কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে  সাব্বির। কারণ বিপিএলের গত আসরে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। কোনো ফ্র্যাঞ্চাইজিই সেবার তাকে দলে নেয়নি। এবার দলে নেয়ায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই মারকুটে ব্যাটার।



সাব্বির বলেন, 'গত বছর আমি বিপিএলে খেলিনি। এ বছর আমি বিপিএলে খেলার সুযোগ পেয়েছি। ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাকে নেয়ার জন্য এবং আমাকে সুযোগ করে দেয়ার জন্য। আমার জন্য ইতিবাচক ছিল... কামব্যাক করার সুযোগ ছিল, খেলেছি, খেলার সুযোগ ছিল বিপিএলটি। আমাদের দল ৬ নম্বরে থেকে শেষ করেছে। ম্যাচ হারলে তো ছয় সাতেই থাকব। লাস্টে আর কোনো টিম নাই। আশা করি আগামী বিপিএলের জন্য প্রস্তুতি নিয়ে ফিরে আসার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball