দুই হাফ সেঞ্চুরিতেও ২২৫ তাড়া করতে পারলেন না সাব্বিররা

ছবি: ব্যাট হাতে আবারও ব্যর্থ সাব্বির রহমান, ক্রিকফ্রেঞ্জি

বিকেএসপির চার নম্বর মাঠে ২২৫ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পারটেক্সের। আল আমিন হোসেন, জায়েদউল্লাহদের বিপক্ষে রান বের করতে পারছিলেন না জয়রাজ শেখ ও সাব্বির রহমান। তাদের দুজনের ২৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছে ১৩তম ওভারে। আইচ মোল্লার থ্রোতে রান আউট হয়ে ফিরেছেন জয়রাজ। একটু পর আউট হয়েছেন সাব্বিরও। ডিপিএলে অফ ফর্মে ভুগতে থাকা এই ব্যাটার আউট হয়েছেন ১৮ রানে।
লিটন-সাব্বির ব্যর্থ, জিতল গুলশান
১৬ মার্চ ২৫
উইকেটকিপার আদিল, মোহাম্মদ রাকিব ও জাওয়াদ রোয়েন দ্রুতই ফিরে গেছেন। ৬২ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন আহরার আমিন ও আলাউদ্দিন। তাদের দুজনের ব্যাটেই এগিয়ে যেতে থাকে পারটেক্স। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি করেছেন আলাউদ্দিন বাবু। আরেক ব্যাটার আহরার পিয়ান পঞ্চাশ ছুঁয়েছেন ৮২ বলে। যদিও তারা দুজনই হাফ সেঞ্চুরি শেষেই ফিরে গেছেন। আলাউদ্দিন ৬৮ ও আহরার পিয়ান আউট হয়েছেন ৫৬ রানের ইনিংস খেলে। শেষের দিকে আর কেউ সুবিধা করতে না পারায়

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন। তানভীর হোসেনের বলে বোল্ড হয়ে ফিরেছেন বিশাল চৌধুরি। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন আউট হয়েছেন পরের ওভারে। ১৩ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন মিজানুর রহমান ও জাহিদুজ্জামান খান। শুরুর ধাক্কা সামালানোর পাশাপাশি তৃতীয় উইকেট জুটিতে ৮৭ রান যোগ করেছেন তারা দুজন।
সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিমকে
১৫ ঘন্টা আগে
৩৪ রানের ইনিংস খেলা মিজানুরের বিদায়ে ভেঙেছে তাদের জুটি। একটু পর ফিরেছেন জাহিদুজ্জামানও। দারুণ ব্যাটিং করতে থাকা ব্রাদার্সের এই ব্যাটার ৫১ বলে ৪৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। পরবর্তীতে সোহাগ গাজী ৪২, রাহাতুল ফেরদৌস ২৫ ও শেষের দিকে অলক কাপালি অপরাজিত ১৯ রান করেছেন। পারটেক্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহর শেখ, জাওয়াদ রোয়েন ও তানভীর।