promotional_ad

দুই হাফ সেঞ্চুরিতেও ২২৫ তাড়া করতে পারলেন না সাব্বিররা

ব্যাট হাতে আবারও ব্যর্থ সাব্বির রহমান, ক্রিকফ্রেঞ্জি
২২৬ রানের লক্ষ্য তাড়ায় ৬২ রানেই ৫ উইকেট নেই পারটেক্স স্পোর্টিং ক্লাবের। আহরার আমিন পিয়ান ও আলাউদ্দিন বাবুর মতো ব্যাটার থাকলেও ম্যাচ জেতার কাজটা সহজ ছিল না তাদের জন্য। একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হলেও পারটেক্সকে পথ দেখিয়েছেন আহরার আমিন ও আলাউদ্দিন। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন জাগলেও শেষ পর্যন্ত সেটা হতে দেননি ব্রাদার্স ইউনিয়নের বোলাররা। পারটেক্স ১৯৬ রানে অল আউট হয় ব্রাদার্স ম্যাচ জিতে নিয়েছে ২৯ রানে।

promotional_ad

বিকেএসপির চার নম্বর মাঠে ২২৫ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পারটেক্সের। আল আমিন হোসেন, জায়েদউল্লাহদের বিপক্ষে রান বের করতে পারছিলেন না জয়রাজ শেখ ও সাব্বির রহমান। তাদের দুজনের ২৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছে ১৩তম ওভারে। আইচ মোল্লার থ্রোতে রান আউট হয়ে ফিরেছেন জয়রাজ। একটু পর আউট হয়েছেন সাব্বিরও। ডিপিএলে অফ ফর্মে ভুগতে থাকা এই ব্যাটার আউট হয়েছেন ১৮ রানে। 


আরো পড়ুন

লিটন-সাব্বির ব্যর্থ, জিতল গুলশান

১৬ মার্চ ২৫
৬২ রানের ইনিংসে ম্যাচসেরা আজিজুল হক তামিম, রিমার্ক হারল্যান স্পোর্টস

উইকেটকিপার আদিল, মোহাম্মদ রাকিব ও জাওয়াদ রোয়েন দ্রুতই ফিরে গেছেন। ৬২ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন আহরার আমিন ও আলাউদ্দিন। তাদের দুজনের ব্যাটেই এগিয়ে যেতে থাকে পারটেক্স। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩২ বলে হাফ সেঞ্চুরি করেছেন আলাউদ্দিন বাবু। আরেক ব্যাটার আহরার পিয়ান পঞ্চাশ ছুঁয়েছেন ৮২ বলে। যদিও তারা দুজনই হাফ সেঞ্চুরি শেষেই ফিরে গেছেন। আলাউদ্দিন ৬৮ ও আহরার পিয়ান আউট হয়েছেন ৫৬ রানের ইনিংস খেলে। শেষের দিকে আর কেউ সুবিধা করতে না পারায় 



promotional_ad

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন। তানভীর হোসেনের বলে বোল্ড হয়ে ফিরেছেন বিশাল চৌধুরি। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন আউট হয়েছেন পরের ওভারে। ১৩ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন মিজানুর রহমান ও জাহিদুজ্জামান খান। শুরুর ধাক্কা সামালানোর পাশাপাশি তৃতীয় উইকেট জুটিতে ৮৭ রান যোগ করেছেন তারা দুজন। 


আরো পড়ুন

সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিমকে

১৫ ঘন্টা আগে
তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

৩৪ রানের ইনিংস খেলা মিজানুরের বিদায়ে ভেঙেছে তাদের জুটি। একটু পর ফিরেছেন জাহিদুজ্জামানও। দারুণ ব্যাটিং করতে থাকা ব্রাদার্সের এই ব্যাটার ৫১ বলে ৪৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। পরবর্তীতে সোহাগ গাজী ৪২, রাহাতুল ফেরদৌস ২৫ ও শেষের দিকে অলক কাপালি অপরাজিত ১৯ রান করেছেন। পারটেক্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহর শেখ, জাওয়াদ রোয়েন ও তানভীর।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball