বাদ পড়া নিয়ে কোচ-অধিনায়ককে প্রশ্ন করতে বললেন মেহেদী
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে জয়সূচক বাউন্ডারি হাঁকিয়ে মেহেদীই ম্যাচের অন্যতম নায়ক! বোলিংয়ের সময় তিনি নেন তিন উইকেট। তবুও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে প্রায়ই জায়গা হারাতে হয় এই অলরাউন্ডারকে। কিছুটা ক্ষোভও জমা তার মনে। কোচ, নির্বাচক বা অধিনায়ক লিটন দাসকে সরাসরি বলতে না পারলেও সংবাদ সম্মেলনে সেই ক্ষোভ দেখালেন স্পষ্টভাবেই।