দুই ‘মেহেদীকে’ নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

শেখ মেহেদী ও মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ শেখ মেহেদী। কদিন আগে দুই সিরিজের জন্য সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে জায়গা হয়নি তার। তার পরিবর্তে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ।

promotional_ad

ব্যাটিং অলরাউন্ডার হিসেবে মিরাজের কাছ থেকে দলের বাড়তি কিছু রানের প্রত্যাশা থাকে। অন্যদিকে বোলিং অলরাউন্ডার ধরা হয় মেহেদীকে। বল হাতে নিয়মিত পারফর্ম করেন এই স্পিনার। এই দুজনের মধ্যে বাংলাদেশের একাদশে এখন কে থাকবেন তা নিয়ে প্রতি ম্যাচেই থাকে জল্পনা-কল্পনা।


আরো পড়ুন

নতুন টেস্ট অধিনায়ককে অন্তত ২ বছরের জন্য চান বাশার

১৭ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

শ্রীলঙ্কায় সেই লড়াইয়ে এগিয়ে ছিলেন মিরাজ। প্রথম টি-টোয়েন্টিতে ২৩ বলে ২৯ রান করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে মিরাজ আউট হন ২ বলে ১ রান করে। বল হাতে দুই ম্যাচেই একটি করে উইকেট নেন তিনি। তবে সিরিজের শেষ ম্যাচে মিরাজের বদলে খেলতে নেমে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান মেহেদী।


promotional_ad

দুই জনের প্রতিদ্বন্দ্বিতা তাই জমে উঠেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুই মেহেদীকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক লিটন দাসকে। তিনি জানিয়েছেন দলের কম্বিনেশন বুঝেই তাদের নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আর মেহেদীর প্রমাণের কিছু নেই সেটাও স্পষ্ট করেছেন লিটন।


আরো পড়ুন

কলম্বোতে খেলবেন মেহেদী, আগেই ঠিক করে রেখেছিলেন লিটন

১৭ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'শেখ মেহেদীর বিষয়টা যেটা, সেটা আমরা জানি যে ও কতখানি সামর্থ্য আছে। আর এটা ও অনেক আগেই নিজেকে প্রমাণ করেছে। এখানে কোনো কিছু প্রুভ করার নাই। কিন্তু আমি আগেও বলেছি যে আমরা টিম কম্বিনেশনে ব্যাটসম্যান, টিম যেটা আগে মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার, আমরা তাকেই খেলাব।'


পাকিস্তানের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডটাই রেখে দিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। শ্রীলঙ্কা সিরিজে নাসুম আহমেদ ছাড়া প্রায় সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। পাকিস্তান সিরিজ শুরুর আগে লিটন জানিয়েছেন বেঞ্চের শক্তিতেও আস্থা আছে তাদের। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে নির্দিষ্ট ম্যাচে কাদের খেলানো হবে।


তিনি বলেছেন, 'নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কন্ডিশনের ওপর আমরা সিদ্ধান্ত নেব (একই একাদশ নাকি বেঞ্চ দেখব)। আমাদের দলের যে, বেঞ্চের শক্তি আছে, সবাই খেলার মতো সামর্থ্যবান। আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ঠিক করব, কোন সময় কাকে খেলানো যায়। আমরা সেভাবেই চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball