
লিটনের উইকেটে বেশি আনন্দ তাসকিনের, উৎসর্গ করেছেন ছেলেকে
লেংথে পড়ে তাসকিন আহমেদের লাফিয়ে ওঠা অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ব্যাট এবং কব্জি এগিয়ে খেলার চেষ্টা করলেন লিটন দাস। যা হওয়ার ছিল শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের ওপেনারের সঙ্গে তাই হয়েছে। লিটনের গ্লাভস ছুঁয়ে বল তালুবন্দী হয়েছে ইয়াসির আলী রাব্বির কাছে। প্রথম ম্যাচে ভালো শুরু করলেও দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটন ফিরেছেন ৫ বলে রানের খাতা খুলতে না পেরেই।