নতুন কমিটিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।ডিসেম্বরে টুর্নামেন্ট শুরু করতে চাইলে সময় আছে স্রেফ আর মাস দুয়েক। এখনও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি। তাই বিপিএল আয়োজন নিয়ে অনেকেই শঙ্কা দেখছেন।
ঘটা করে বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজিকে। তবে তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি এখনও। তবে বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য রাহাত শামস জানিয়েছেন বিপিএল নির্ধারিত সময়ে আয়োজনের জন্য চেষ্টার কোনো কমতি রাখবে না বিসিবি।
এ প্রসঙ্গে সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'এখন চেষ্টার ত্রুটি থাকবে না, সেইটা বলতে পারছি। এখানে যারা কমিটিতে আছেন বা বোর্ডে আছেন তাদের তরফ থেকে। আর বিপিএল এর এই যে গভর্নিং কমিটি হয়েছে, উনারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে, বাকি অংশটুকু উনারা আগাবে, আমাদের যতটুকু সহায়তা লাগে আমরাও সবাই সবাই মিলে থাকব।'
গতবার তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে গিয়ে ভজকট পাকিয়ে ফেলছিল বিসিবি। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনেই বড় সমস্যা পাকিয়ে ফেলেছিল বিসিবি। সেই বিতর্ক এখনও সামলে উঠতে পারেনি বিসিবি। এমন সব ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছিল তারা, যারা কিনা হোটেল ভাড়াও পরিশোষ করতে পারেনি। সেই সঙ্গে ক্রিকেটারদের বকেয়া টাকাও পরিশোধ করতে পারেনি তারা।
বিপিএল নিয়ে শামস আরও বলেন, 'বিপিএল নিয়ে যে আলোচনা, সেটা হল বিপিএলটা হবে এবং বিপিএলটা করার জন্য গভর্নিং বডি যেটা সেটা গঠিত হয়েছে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে এবং উনারা বাকি অংশ কাজ করে যথাসময়ে উনাদের তরফ থেকে আমরা জানবো।'