promotional_ad

৭ উইকেটে তাসকিনের যত রেকর্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
৭ উইকেট নিয়ে তাসকিন আহমেদের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা ক্যাপিটালসের ব্যাটিংয়ে ইনিংসের শেষ ডেলিভারিতে স্ট্রাইক প্রান্তে মুস্তাফিজুর রহমান। দুর্বার রাজশাহীর হয়ে বোলিংয়ে তখন তাসকিন আহমেদ। ৭ উইকেট নিয়ে ততক্ষণে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস ও নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের পাশে নাম লিখিয়েছেন ডানহাতি এই পেসার। তবে তাসকিনের সামনে সুযোগ ছিল তাদের দুজনকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ার। মুস্তাফিজ অবশ্য তাসকিনকে সেটা করতে দেননি।

promotional_ad

বাংলাদেশের পেসারের অফ স্টাম্পের ফুলার লেংথ ডেলিভারিতে কোন রকমে ঠেকিয়ে দিয়ে এক রান নিয়েছেন মুস্তাফিজ। ফলে সুযোগ থাকলেও বিশ্ব রেকর্ড গড়া হয়ে উঠেনি তাসকিনের। তবে ঢাকার বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। বিপিএলে যা সেরা বোলিং ফিগার। কারণ বিপিএলে এবারই প্রথম কোন বোলার এক ইনিংসে ৭ উইকেট নিয়েছেন। 


এমন বোলিংয়ে তাসকিন পেছনে মোহাম্মদ আমির, মোহাম্মদ সামির মতো পেসারদের। ২০২০ সালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন আমির। সেবার খুলনা টাইগার্সের হয়ে ফাইনালও খেলেছিলেন পাকিস্তানের এই পেসার। বিপিএলের সেরা বোলিংয়ের তালিকায় এতদিন দুইয়ে ছিলেন সামি। তাকে নেমে যেতে হয়েছে তিনে।


promotional_ad

২০১২ সালে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন দুর্দান্ত রাজশাহীর পেসার সামি। ফিরিয়েছিলেন আজহার মেহমুদ, কাইরন পোলার্ড, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয়ের মতো ব্যাটারদের। ঢাকার বিপক্ষে তাসকিনের ১৯ রানে ৭ উইকেট তাঁর ক্যারিয়ার সেরা বোলিংও। এর আগে ২০১৬ সালে চিটাগং ভাইকিংসের হয়ে প্রথমবার ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন ২৯ বছর বয়সী পেসার। May be an image of 1 person and text


বিপিএলের পাশাপাশি বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিন। বাংলাদেশের এই পেসারের আগে স্বীকৃত ২০ ওভারের ক্রিকেটে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে সিয়াজরুল ও অ্যাকারম্যানের। ২০২৩ সালে চীনের বিপক্ষে মাত্র ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল।


সেরা বোলিং ফিগারে তিনিই এখনও সবার উপরে আছেন। দুইয়ে আছেন নেদারল্যান্ডসের অ্যাকারম্যান। ২০১৯ সালে ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট শিকার করেছিলেন লেস্টারশয়ারের ডাচ স্পিনার। তাদের দুজনের পরই আছেন তাসকিন। রাজশাহীকে জেতানো বোলিং করে ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশের এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball