
মিরাজের কাছে প্রতি ম্যাচই নক আউট, রসের কাছে ফাইনাল
চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর জয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে খুলনা টাইগার্স। সেরা চারে যেতে হলে নিজেদের শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের সঙ্গে জিততেই হবে তাদের। শুধু জিতলেই হবে না ব্যবধানও হতে হবে বড়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শেষের দুটি ম্যাচকেই নক আউট হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। খুলনার অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স রসের কাছে অবশ্য প্রতিটা ম্যাচই ফাইনালের মতো।