সাকিবের পর টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ৪০০

বিপিএল
মুস্তাফিজুর রহমান, রংপুর রাইডার্স
মুস্তাফিজুর রহমান, রংপুর রাইডার্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে স্কুপ করে চার মেরে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি পেসারের পরের বলেও একই শট খেলতে চেয়েছিলেন সিলেট টাইটান্সের অধিনায়ক। মুস্তাফিজ অবশ্য এবার খানিকটা চতুরতার পরিচয় দিলেন। আগের বলটা খানিকটা শর্টে করলেও দ্বিতীয় বলটা বাঁহাতি পেসার করেছেন ফুলার লেংথে।

পাশাপাশি বলের গতিও কমিয়ে দিয়েছিলেন। মুস্তাফিজের এমন ডেলিভারিতে বোকা বনে গিয়ে স্কুপ করার চেষ্টায় শর্ট ফাইন লেগে থাকা আলিস আল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৬ বলে ৪ রান করা মিরাজ। সিলেটের অধিনায়ককে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসবে এমন কীর্তি গড়েছেন তিনি।

৩৯৬ উইকেট নিয়ে রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলের এবারের আসর শুরু করেন মুস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে নিয়েছেন একটি উইকেট। ৩১৪ ম্যাচে ৩৯৯ উইকেট নিয়ে সিলেটের বিপক্ষে খেলতে নামেন ফিজ। যেখানে ইনিংসের পঞ্চম ওভারে মিরাজকে ফিরিয়ে ছুঁয়েছেন ৪০০ উইকেট।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে বেশি উইকেট আছে কেবল সাকিব আল হাসানের। সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলতে থাকা বাঁহাতি স্পিনার ৪৬৮ ম্যাচে নিয়েছেন ৫০৭ উইকেট। বিশ্ব ক্রিকেটে সাকিবের চেয়ে বেশি উইকেট আছে রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহিরের।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক রশিদ। ৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে আছেন ব্রাভো। তিনে থাকা নারিনের শিকার ৫৭৮ মাচে ৬০৮ উইকেট। সাউথ আফ্রিকার লেগ স্পিনার তাহির ৪৪৬ ম্যাচে ৫৭০ উইকেট নিয়ে চারে আছেন। পাঁচে বাংলাদেশের সাকিব।

আরো পড়ুন: