
লিটনদের মনোবিদ দেখানোর পরামর্শ নান্নুর
পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে খেলা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। পাকিস্তান সফরে গিয়েও সাফল্যের দেখা মেলেনি লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। তিন ম্যাচের সবকটিতে হেরে শূন্য হাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। টানা দুই সিরিজ হারে ক্রিকেটারদের মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে লিটনদের মনোবিদ দেখানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক নির্বাচক।