মুশফিকের শততম টেস্ট ফ্রিতে মাঠে বসে দেখতে পারবেন শিক্ষার্থী ও শিক্ষকরা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
৮৪ রান নিয়ে তানজিদ হাসান ও প্রিতম কুমার ৪০ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিলেন রাজশাহী বিভাগের হয়ে। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর তাতেই ভর করেই দ্বিতীয় ইনিংসে ৩৮২ রানের বিশাল পুঁজি পায় রাজশাহী বিভাগ।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। এবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে আইরিশরা। মিরপুরের এই টেস্ট ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বিরল কৃতিত্ব অর্জনের জন্য মুশফিককে সাধুবাদ জানালেও আসন্ন টেস্টে তার ব্যাটে রান চান না আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর।
‘সে (মুশফিক) যেভাবে প্রস্তুতি নেয়, এতটা বিস্তৃতভাবে প্রস্তুতি নিতে আমি আর কাউকে দেখিনি। তার মতো কাউকেই আমি আর দেখিনি। সম্ভবত শচীন টেন্ডুলকার তার মতো ছিলেন কিংবা তার কাছাকাছি ছিলেন।’ ২০২৪ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের আগে মুশফিকুর রহিমকে এমন মন্তব্য করেছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেটের প্রতি ডানহাতি ব্যাটারের নিবেদন কতটা সেটারই বহিঃপ্রকাশ ছিল বাংলাদেশের তৎকালীন প্রধান কোচের।
আগেই টি-টোয়েন্টি ছেড়েছেন মুশফিকুর রহিম। চলতি বছরে অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকেও। সাদা বলের ক্রিকেট থেকে ছাড়লেও এখনো নিয়মিত টেস্ট খেলে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার দুয়ারে মুশফিক। বাকি দুই ফরম্যাট ছেড়ে দেয়া ডানহাতি ব্যাটার আর কতদিন বাংলাদেশের হয়ে খেলবেন সেটার নিশ্চয়তা নেই। ফিল সিমন্স অবশ্য অবসরের ব্যাপারটা পুরোপুরি মুশফিকের উপরই ছেড়ে দিয়েছেন।
লম্বা সময় ধরেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম। রান, সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি ছাপিয়ে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলতে যাচ্ছেন তিনি। তাকে নিয়ে গর্বিত ফিল সিমন্স।
আবু ধাবি টি-টেন লিগে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নেয় রয়্যাল চ্যাম্পস। পরবর্তীতে ড্রাফট থেকে দল পেয়েছিলেন সাইফ হাসান ও নাহিদ রানা। আয়ারল্যান্ড সিরিজ থাকায় ২৩ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট খেলার অনাপত্তি পত্র পেয়েছেন সাইফ। ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিরতে হবে ডানহাতি এই ব্যাটারকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়ে পরবর্তীতে সভাপতি পদে লড়াই করার কথা ছিল তামিম ইকবালের। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ এবং অস্বচ্ছ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে বিসিবি নির্বাচন বর্জন করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। নির্বাচন স্থগিত করতে বলা হলেও সেটা শেষ পর্যন্ত হয়নি। ২৫ পরিচালককে নিয়ে আবারও গঠিত হয়েছে বোর্ড। কদিন আগে তামিম জানিয়েছেন, তিনি বর্তমান বোর্ডকে অবৈধ মনে করেন। যদিও সাবেক বাঁহাতি ওপেনারের কথাকে গুরুত্ব দিচ্ছেন না আসিফ আকবর। বরং মুখে মুখে না বলে তামিমকে প্রমাণের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছেলেদের পর মেয়েদেরও ভারত-বাংলাদেশ সিরিজ স্থগিত হতে যাচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল শ্রীলঙ্কা। এমন সময় ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ। বার্তা সংস্থা এএফপি জানায় শ্রীলঙ্কার অন্তত ৮ জন ক্রিকেটার দেশে ফিরতে পেয়েছিলেন।
এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে উড়িয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে আকবর আলীরা উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। রিপন মন্ডল আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। এরপর রাকিবুল হাসান এসে ধসিয়ে দেন আফগানিস্তানের মিডল অর্ডার। আর তাতেই আফগানরা অল আউট হয়ে যায় ৭৮ রানে।
বাংলাদেশের ক্রিকেটে চলছে এক টালমাটাল সময়। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা আলম। সেই সঙ্গে নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে ড্রেসিংরুমে ‘একনায়কতন্ত্র’ চালানোর গুরুতর অভিযোগ এনেছেন তিনি।