জিম্বাবুয়ের বিপক্ষে হার ফাহিমের কাছে ‘পেইনফুল—বিব্রতকর’
সিলেটে সিরিজের প্রথম টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হার! কাগজে-কলমে পিছিয়ে থাকা দলের কাছে টেস্ট হেরে মলিন চেহারা নিয়ে সংবাদ সম্মেলন সামলাতে এলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হওয়ায় এমন হারের দায়টা নিলেন নিজের কাঁধেই। বাঁহাতি ব্যাটার একবার এও বলে বসলেন, ‘ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি, সত্যি কথা।’ বাজে ক্রিকেট খেলেছেন সেটাও জানালেন নিজেই।