আবারো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিল বিসিসিআই

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হয় ভারত-পাকিস্তানের, ফাইল ফটো
গত ১৫ বছরেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেনি ভারত-পাকিস্তান। গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার কারণে এবার আরো বিগড়ে গেল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিকট ভবিষ্যতে দুই দলের মধ্যে কোনো সিরিজই হবে না।

promotional_ad

ওই হামলার পর নতুনভাবে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা। ফলে ভারত ও পাকিস্তানের বর্তমান প্রজন্মের মতো আগামী প্রজন্মও এই দুই দেশে খেলা থেকে বঞ্চিত হতে যাচ্ছে।


আরো পড়ুন

১৫ উইকেটের দিনে আলো কেড়ে নিলেন সিরাজ-কৃষ্ণা

৪ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর সিরাজের উদযাপন

গণমাধ্যমকে রাজিব বলেন, 'আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান।'


promotional_ad

'ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।'


আরো পড়ুন

আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ

১৫ ঘন্টা আগে
ফাইল ছবি

২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে আসে পাকিস্তান ক্রিকেট দল। সেটাই ছিল শেষবারের মত দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। বর্তমানে দুই দলের মুখোমুখি লড়াই শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চেই হয়।


এর মধ্যে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। যদিও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যায়নি ভারত। উল্টো হাইব্রিড মডেলে সেই আসরটি খেলে তারা। নিজেদের ম্যাচগুলো দুবাইতে খেলে শেষপর্যন্ত সেই আসরের শিরোপাও জিতে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball