সিসিডিএমে যোগ দিচ্ছেন ফাহিম

ছবি: নাজমুল আবেদীন ফাহিম, ইবনে শহীদ সৈকত, বিসিবি

এদিকে সিসিডিএমের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করেছিলেন সাবেক আম্পায়ার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। তার জায়গাতেই নিয়োগ পাচ্ছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির কর্মকর্তা মিঠু।
দেবব্রত’র পাল্টা অভিযোগ, অডিও রেকর্ড প্রকাশের দাবি
৮ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমাদের যেহেতু কনভেনার এনামুল হক মনি রিজাইন করেছে। সিসিডিএমের সঙ্গে আলাপ হলো যে নতুন একজনকে এপয়েন্ট করতে। সিসিডিএম এপয়েন্ট করেছে নাজমুল আবেদীন ফাহিম ভাইকে। তিনি টেকনিক্যাল কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন।'

এদিকে সৈকতের পদত্যাগ নিয়ে মিঠু বলেছেন, 'পদত্যাগের কথা হয়নি। যে পরিস্থিতি হয়েছে সৈকতসহ আম্পায়াররা একটু অসস্তুষ্ট ছিল। তাই তাদের ডেকে আমরা কথা বললাম। ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। আমরা সিসিডিএমের যে নিয়ম আছে সে নিয়মের মধ্যে থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।'
বিজয়ের সেঞ্চুরি ম্লান করে আবাহনীর আরেকটি জয়
৬ ঘন্টা আগে
গত ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এবং ম্যাচের পর আম্পায়ারের সমালোচনা করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন হৃদয়। তার নামের পাশে যুক্ত হয় ৪টি ডিমেরিট পয়েন্ট। সেই সঙ্গে ৮০ হাজার টাকাও জরিমানা করা হয়। সেই সঙ্গে ইবাদত হোসেনকে জরিমানা করা হয় ৪০ হাজার টাকা।
ম্যাচ শেষে হৃদয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ।’ তাঁর এমন মন্তব্যের পর শাস্তি বাড়িয়ে তাঁকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। যদিও হৃদয়ের শাস্তি কমানোর জন্য মোহামেডানের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল সিসিডিএমে। তারা শাস্তি না কমানোয় বিসিবির আম্পায়ার্স কমিটি সেই নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনে। যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।