চট্টগ্রামের মালিকানায় বিসিবি, মিঠু বললেন, ‘চাপে আছি’
বিপিএল শুরুর একদিন আগে দুপুর দুইটা থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। নাইম শেখ, শরিফুল ইসলামরা মাঠে আসার আগেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। এমন অবস্থায় বিপিএলের আগামী আসরের জন্য চট্টগ্রামের মালিকানা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর একদিন আগে পরিস্থিতিতে চাপে আছে বোর্ড। এমনটাই জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু।