সহজ ম্যাচ কঠিন করে জিতে ফাইনালে চিটাগং
২ উইকেটে ১০৫ রান! ম্যাচ জিততে শেষ ৪৮ বলে চিটাগং কিংসের প্রয়োজন ৫৯ রান। উইকেটে তখনও আসার অপেক্ষায় শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ মিঠুনরা। সেই সময় খাওয়াজা নাফে ও হুসাইন তালাত যেভাবে ব্যাটিং করছিলেন তাতে চিটাগংয়ের জয়টা ছিল কেবলই সময়ের ব্যাপার। অথচ পরোক্ষণেই বদলে গেল পুরো ম্যাচের দৃশ্যপট। পরপর দুই ওভারে তালাত ও শামীমকে ফিরিয়ে খুলনা টাইগার্সকে ম্যাচে ফেরান নাসুম আহমেদ।