promotional_ad

প্লে-অফে বড় নাম আনলেই ভালো খেলবে, এমন না: মিঠুন

গণমাধ্যমে কথা বলছেন মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের আগেই বেশ কয়েকটি দলে নতুন বিদেশি ক্রিকেটারদের হিড়িক লেগে আছে। তবে এই পথে হাঁটছে না চিটাগং কিংস। প্লে-অফে নতুন কোনো বিদেশি ক্রিকেটার আনার পক্ষে নন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

promotional_ad

গতকাল রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে আন্দ্রে রাসেলের সঙ্গে একই ফ্লাইটে দুবাই থেকে ঢাকা এসেছিলেন টিম ডেভিড ও জেমস ভিন্স। সকালে এসে দুপুরে রংপুরের হয়ে খেলে ব্যর্থ হন তিনজনই। তিনজন মিলে করেন মোটে ১২ রান।


আরো পড়ুন

চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন

১৯ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

শেষ মুহূর্তে ক্রিকেটার নিয়ে এসে খেলানোর বিষয়টি একেবারেই পছন্দ না মিঠুনের। তার মতে, এতে ক্রিকেটাররা নিজেদের শতভাগ দিতে পারেন না। ক্রিকেটীয় দিক বিবেচনায়ও এই ব্যাপারটি তার কাছে 'আদর্শ' নয়।


মিঠুন বলেন, ‘ক্রিকেটিং দিক থেকে দেখলে আইডিয়াল না। রংপুরের প্লেয়ার আজকে সকালে এসেছে। জার্নি করে জেট লেগের ব্যাপার থাকে। প্রথম ম্যাচে কিন্তু আমাদের বিদেশিরা অনেকে সকালে এসেছিল। আমরা ফিল করতে পেরেছিলাম। আমি মনে করি না এটা আইডিয়াল। যদি এনে তাকে রেস্ট দেওয়া যায় সেটা আইডিয়াল।’



promotional_ad

প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে গেলেও দলে নতুন কোনো বিদেশি যোগ দিচ্ছে না বলে নিশ্চিত করেন মিঠুন, ‘না এখনও পর্যন্ত এমন কোনো (বিদেশি আনার) প্ল্যান নাই। আমরা সেটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না । এখনও পর্যন্ত যারা বিদেশি খেলছে সবাই এই আবহাওয়ার সাথে এডজাস্ট করে ফেলেছে। বড় নাম আনলেই ডেলিভার করতে পারবে এমন না।’


আরো পড়ুন

আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ

৪ ফেব্রুয়ারি ২৫
বিপিএলের ম্যাচে আরাফাত সানি, ফেসবুক

এদিকে এবারের বিপিএলে যুক্ত হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। গণমাধ্যমে এসেছে, ম্যাচ গড়াপেটার অভিযোগ আছে চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের বিরুদ্ধেও। সব মিলিয়ে দশ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিসিবির দূর্নীতি দমন সংস্থা (আকসু) কোনো ক্রিকেটারের তালিকা আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ করেনি।


এ নিয়ে মিঠুনের দাবি, ‘এটা দুঃখজনক। যে কারো ব্যাপারে যদি কোন কিছু লিখতে হয় বা বলতে হয় সেটা প্রপার ডকোমেন্টসহ যাচাই বাছাই করে বলা উচিত। এটা শুধু আমার জন্য না। সবার জন্যই।’
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball