promotional_ad

তারকায় ঠাঁসা রংপুরকে উড়িয়ে কোয়ালিফায়ারে খুলনা

ক্রিকফ্রেঞ্জি
টানা ৮ জয়ে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছিল রংপুর রাইডার্স। এরপর আর সেই ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। প্লে অফে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে উড়িয়ে এনে বড় চমক দেখিয়েছিল রংপুর। এই তারকা সমৃদ্ধ দল নিয়েও খুলনার বিপক্ষে ৮৫ রানে অল আউট হয়ে ৯ উইকেটে হেরেছে রংপুর। ফলে টানা পাঁচ ম্যাচ হেরে বিদায় নিয়েছে ২০১৭ বিপিএলের চ্যাম্পিয়নরা।

promotional_ad

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়েছে খুলনা টাইগার্স। আকিফ জাভেদের বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি শূন্য রানে। প্রথম বলটি দারুণ করলেও দ্বিতীয় বল করতে গিয়ে দুই ওয়াইড দিয়ে বসেন পাকিস্তানি এই পেসার। তবে নিজের তৃতীয় বলেই মিরাজের উইকেট তুলে নেন তিনি। আকিফের এঙ্গেলে করা বল ব্যাটেই ছোঁয়াতে পারেননি মিরাজ।


আরো পড়ুন

মিরপুরে বিদেশিদের বোলিং করতে ভালো লাগে নাসুমের

৩ ফেব্রুয়ারি ২৫
জেমস ভিন্সকে ফিরিয়ে নাসুম আহমেদের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

এরপর খুলনাকে আর কোনো উইকেট হারাতে দেননি নাইম শেখ ও অ্যালেক্স রস। দুজনে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়ে খুলনাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। নাইম ৩৩ বলে ৪৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এসেছেন রস। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে যারা হারবে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের সঙ্গে খেলবে খুলনা।


এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। রাসেল-ডেভিডদের মতো তারকাদের নিয়ে একাদশ সাজালেও ম্যাচ শুরুর পর সেই উদ্যোম আর থাকেনি রংপুরের। মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দলটি। এই ম্যাচে কোনো রান যোগ করার আগেই রান আউট হয়ে ফেরেন সৌম্য সরকার।



promotional_ad

ভিন্স এই ম্যাচে নেমে ফিরেছেন মাত্র ১ রান করে। নাসুম আহমেদের বলে তাকেই ক্যাচ দিয়ে আউট হন ডানহাতি এই ইংলিশ ব্যাটার। এরপর শেখ মেহেদীকে বোল্ড করে রংপুরের টপ অর্ডারে ধস নামান নাসুম। সাইফ হাসানও বেশিক্ষণ থিতু হতে পারেননি। মাত্র ৪ রান করা এই ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ।


আরো পড়ুন

সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল

৩ ফেব্রুয়ারি ২৫
রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসে ব্যর্থ আন্দ্রে রাসেল, ক্রিকফ্রেঞ্জি

এই স্পিনারের ফ্লাইটেড ডেলিভারিতে টপ এজ হয়ে ডিপ স্কয়ার লেগে মোহাম্মদ নাওয়াজের হাতে ক্যাচ দেন তিনি। মোহাম্মদ সাইফউদ্দিনকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেছেন হাসান মাহমুদ। এরপর অধিনায়ক সোহান একপ্রান্ত আগলে রেখে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন। তবে সেই চেষ্টাকে সফল হতে দেননি মিরাজ। তিনি সোহানকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেন।


এরপর টিম ডেভিড-আন্দ্রে রাসেলরাও ব্যর্থ হয়েছেন। দুজনের একজনও পাননি দুই অঙ্কের দেখা। শেষদিকে আকিফ জাভেদ ছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ১৮ বলে ইনিংস সর্বোচ্চ ৩২ রান এসেছে তার ব্যাট থেকেই। দুটি ছক্কার সঙ্গে আকিফের ব্যাট থেকে এসেছে ৪টি চার। আকিফ ফিরে গেলে রংপুরের ইনিংস ৮৫ রানে গুটিয়ে যায়। খুলনার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মিরাজ ও নাসুম। একটি করে উইকেট পান নাওয়াজ, হাসান ও মুশফিক হাসান।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball