promotional_ad

মিরপুরে বিদেশিদের বোলিং করতে ভালো লাগে নাসুমের

জেমস ভিন্সকে ফিরিয়ে নাসুম আহমেদের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি
মেহেদী হাসান মিরাজের গুড লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেট এসে অনসাইডে খেলে রান নিতে চেয়েছিলেন জেমস ভিন্স। ইংল্যান্ডের ব্যাটারের ডাকে সাড়া দিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার। অথচ সেই ভিন্স রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারলেন মাত্র ৭ বল। নাসুম আহমেদের বলে ব্যাকফুটে গিয়ে অনসাইডে খেলতে গিয়ে লিডিং এজ হয়েছেন।

promotional_ad

ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিলেন নাসুম। ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম উইকেট নিয়ে বাঁহাতি পেসার ফেরালেন ইংলিশম্যান ভিন্সকে। রংপুরের আরেক বিদেশি টিম ডেভিডও নাসুমের শিকার। বাঁহাতি স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অনের উপর দিয়ে খেলার চেষ্টায় শিমরন হেটমায়ারকে ক্যাচ দিয়েছেন। ভিন্স ও ডেভিডের পাশাপাশি শেখ মেহেদীর উইকেটও নিয়েছেন নাসুম। 


আরো পড়ুন

এক হারে মোমেন্টাম হারিয়ে যায়নি, বলছেন নাসুম

১০ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাসুম আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

খুলনা টাইগার্সের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয়ার ম্যাচে নাসুম ১৬ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। মিরপুরে বোলিং করতে এমনিতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন নাসুম। বাঁহাতি স্পিনারকে মিরপুরের ‘বাঘ’ও বলা যেতে পারে। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের বেশিরভাগ সাফল্যই পেয়েছেন মিরপুরের উইকেটে। খুলনার ৯ উইকেটের জয় শেষে সংবাদ সম্মেলনে এসে নাসুম জানালেন, মিরপুরে বিদেশি ক্রিকেটারদের বিপক্ষে বোলিং করতে নাকি তার ভালোই লাগে।


ভিন্সের বিপক্ষে বোলিং করা নিয়ে নাসুম বলেন, ‘যখন বল করছিলাম আমার ভালোই লাগছিল। বিশেষ করে এই উইকেটে আমার বিদেশিদের বল করতে ভালোই লাগে আরকি (হাসি)।’



promotional_ad

কদিন আগে থেকেই গুঞ্জন ছিল সেরা চারে রংপুরের হয়ে খেলতে আসতে পারেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড, সুনীল নারিন এবং ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে নিজেদের খেলা শেষ হওয়ায় ৩ ফেব্রুয়ারি সকালে রংপুরের হয়ে বিপিএল খেলতে ঢাকায় আসেন রাসেল, ডেভিড এবং ভিন্স। তারা তিনজন রংপুরের হয়ে খেলবেন এটা নিশ্চিত ছিলেন না নাসুম।


আরো পড়ুন

তারকায় ঠাঁসা রংপুরকে উড়িয়ে কোয়ালিফায়ারে খুলনা

৩ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

আসতে পারে এমন কথা শুনলেও নিশ্চিত না থাকায় সেভাবে পরিকল্পনা সাজাতে পারেননি তিনি। নাসুম বলেন, ‘না, যে ৩ জন বিদেশি যে খেলবে তা তো আগে জানতাম না। শুনছিলাম আসবে। সেভাবে প্ল্যানও করতে পারি নাই। একটু আগে বললাম তো এই উইকেটে বিদেশিদের বল করতে খুব ভালোই লাগে।’


এলিমিনেটরে রংপুর ৯ উইকেটে হারানোয় ফাইনালে ওঠার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে খুলনাকে। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মাঝে হেরে যাওয়া দল। প্রতিপক্ষ হিসেবে কাকে চান এমন প্রশ্নের জবাবে নাসুম বলেন, ‘যেই আসুক টি-টোয়েন্টিতে সবাই সমান।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball