অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান-শান মাসুদ
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েই নিউজিল্যান্ডে সিরিজ হেরেছিলেন সালমান আলী আঘা। তবে পরের সিরিজেই পাল্টে যায় পাশার দান। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রধান কোচ মাইক হেসন, পিসিবি সভাপতি মহসিন নাকভি এবং নির্বাচকদের মন জয় করে নিয়েছেন তিনি। যার ফলে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক হতে যাচ্ছেন সালমান। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।