ডি কক ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই সুযোগ পেয়েছেন। এদিকে প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা পেশির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না। তার পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
সর্বশেষ ইংল্যান্ড সফরে সাদা বলের সিরিজে তিনি এই চোট পান এবং সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অফস্পিনার সাইমন হার্মার দীর্ঘদিন পর সাউথ আফ্রিকার দলে ফিরেছেন। যিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের মার্চে। তিনি স্পিন বিভাগে সেনুরান মুত্থুস্বামী ও প্রেনেলান সুব্রায়েনের সঙ্গে যোগ দেবেন।
প্রথম পছন্দের স্পিনার কেশভ মহারাজ ইংল্যান্ডে কুঁচকির চোট পাওয়ায় কেবল দ্বিতীয় টেস্টের দলের সঙ্গে থাকবেন। সাউথ আফ্রিকা পাকিস্তান সফরের সাদা বলের সিরিজে তাদের প্রায় সব তিন ফরম্যাটের খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে, ব্যতিক্রম কেবল করবিন বশ ও ডেওয়াল্ড ব্রেভিস।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ডেভিড মিলার। আর ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ম্যাথু ব্রিটজকে। পাকিস্তান সিরিজের আগে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে একটি টি-টোয়েন্টি খেলবে সাউথ আফ্রিকা, সেই ম্যাচের জন্যও ভিন্ন দল ঘোষণা করেছে সিএসএ।
অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা এই ম্যাচে নেতৃত্ব দেবেন। দলে আছেন ডি কক, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, রিজা হেন্ড্ররিক্স, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও নতুন মুখ রাইভালদো মুনসামি। ফেরেইরা পাকিস্তান ওয়ানডে স্কোয়াডেও ডাক পেয়েছেন, যেখানে আছেন বার্গার, কোয়েটজি ও ডি কক। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে ও বিয়র্ন ফরচুন।
পাকিস্তান সফরের সাউথ আফ্রিকার টেস্ট স্কোয়াড-
এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশভ মহারাজ (শুধু দ্বিতীয় টেস্ট), উইয়ান মুলডার, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরাইনি।
পাকিস্তান সফরের সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-
ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেন্ডরিক্স, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।
পাকিস্তান সফরের সাউথ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
ম্যাথিউ ব্রিটজকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেতেম্বা কেশিলে।
নামিবিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-
ডোনোভান ফেরেইরা (অধিনায়ক), নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিয়র্ন ফরচুন, রিজা হেন্ডরিক্স, রুবিন হারম্যান, কিউনা মাফাকা, রাইভালদো মুনসামি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, লিজাড উইলিয়ামস।