পাকিস্তান দলে মনোবিদের কোনো কাজ দেখছেন না নাজাম শেঠি

আন্তর্জাতিক
পাকিস্তান দলে মনোবিদের কোনো কাজ দেখছেন না নাজাম শেঠি
পাকিস্তান দল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চলতি এশিয়া কাপে মাঠে ও মাঠের বাইরের বিতর্কের চাপ সামলাতে হচ্ছে পাকিস্তানকে। তার ছাপ পড়ছে পাকিস্তান দলেও। দলটির ব্যাটাররা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। এরপর দুই দলের হ্যান্ডশেক না করার বিতর্কে বিভিন্ন ভূমিকা নিয়ে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান।

এই সমস্যা কাটিয়ে উঠতে পাকিস্তান দলে একজন মনোবিদ নিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির এই সিদ্ধান্ত কতটুকু কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ডটির সাবেক সভাপতি নাজাম শেঠি। পাকিস্তানি সংস্কৃতি ও খেলোয়াড়দের পর্যাপ্ত শিক্ষার অভাব খেলোয়াড়দের মনোবিদের কাছ থেকে পরামর্শ নেয়ায় প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে ধারণা তার।

রবিবার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। এই ম্যাচের আগেই দলটিতে যুক্ত হয়েছেন মোটিভেশনাল স্পিকার ডঃ রাহিল করিম। পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্যমতে বুধবারই পাকিস্তান দলের সাথে যুক্ত হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে শেঠি বলেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন মনোবিদ নিয়োগ করতে চেয়েছিলাম। কিন্তু এখানে (পাকিস্তান দলে) ক্রিকেটাররা এগুলো মেনে নিতে পারেনা। কারণ আমাদের সংস্কৃতিতে এটাকে ভুলভাবে দেখা হয়। মনোবিদের পরামর্শ নেয়াটা দুর্বলতা হিসেবে দেখা হয়। মানসিক স্বাস্থ্য তো আরো বড় বিষয়। শুধু তাই নয়, অধিকাংশ মনোবিদরা ইংরেজিতে কথা বলেন, যা আমাদের ক্রিকেটারদের ভাষা নয়। উর্দু বা পশতুতে বললে তবেই ওরা (পাকিস্তানি ক্রিকেটাররা) বুঝতে পারে।'

গত দশকে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড: রাহিলের। তবে প্রশ্ন উঠেছে, ভারত ম্যাচের আগে তৈরি হওয়া বাড়তি চাপ সামলাতে পাকিস্তান দলকে কি তিনি আদৌ কোনো সহযোগিতা করতে পারবেন কি না তাই নিয়ে। পিসিবির সাবেক সভাপতি শেঠি মনে করেন পাকিস্তানের সংস্কৃতিতে মনোবিদের পরামর্শ নেয়াকে খুব একটা ভালো চোখে দেখা হয় না।

শেঠির মতে পাকিস্তান দলের ভেতরকার সমস্যা আরও গভীরে। সংস্কৃতি, পটভূমি, শিক্ষার মত সমস্যাগুলোর সমাধান শুধুমাত্র মানসিক বিশেষজ্ঞ সমাধান করতে পারবেন না। এ বিষয়ে শেঠি বলেন, 'তাদের (পাকিস্তানি ক্রিকেটারদের) আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং যথাযথ শিক্ষার অভাবও আরেকটি সমস্যা। একজন মনোবিদ রাতারাতি তাদের কিছু শেখাতে পারবে না।'

আরো পড়ুন: এশিয়া কাপ