টি-টোয়েন্টিতে সেরা দশে মুস্তাফিজ, ১৩৩ ধাপ এগোলেন সাইফ

এশিয়া কাপ
বাংলাদেশ দল, ফাইল ফটো
বাংলাদেশ দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ টি-টোয়েন্টি পেসার মুস্তাফিজুর রহমান। সাময়িক ফর্মহীনতায় কিছুদিন আগে চার ধাপ পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে গত দুই ম্যাচে মাত্র আট রান গড়ে ছয় উইকেট শিকার করে আবারও র‍্যাঙ্কিংয়ে নিজের অবস্থান মজবুত করলেন ‘দ্য ফিজ’। আইসিসি’র সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে এখন তিনি ৯ নম্বরে।

সেই সাথে আলো ছড়াচ্ছেন ব্যাটসম্যান সাইফ হাসানও। এশিয়া কাপের সুপার ফোর পর্বে ব্যাট হাতে ৬১ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন এই ডানহাতি ব্যাটার। তার এই ইনিংসের সুবাদে র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন তিনি। এক লাফে ১৩৩ ধাপ এগিয়ে এখন ব্যাটসম্যানদের তালিকায় ৮১তম স্থানে অবস্থান করছেন সাইফ।

শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল শেখ মেহেদীর। ২৫ রান খরচায় দুই উইকেট নিয়েছিলেন তিনি। এই পারফরম্যান্সে তিন ধাপ এগিয়ে ১৭ নম্বর স্থানে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে না খেলা রিশাদ দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বর স্থানে আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে খেললেও দিনটি ভালো যায়নি তাসকিন আহমেদের। ৩৭ রান খরচায় এক উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সে এক ধাপ নিচে নেমে তার অবস্থান এখন ৩১ নম্বরে। সেই ম্যাচে ২৩ রান খরচায় এক উইকেট নেয়া তানজিম হাসান সাকিব দুই ধাপ এগিয়ে আছেন ৪০তম স্থানে। আর শরিফুল ইসলাম ছয় ধাপ পিছিয়ে চলে গেছেন ৬৪তম স্থানে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বলে ২৩ রান করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে গেছেন লিটন দাস। সেই ম্যাচে ৩৭ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫৮ রান করেন তাওহীদ হৃদয়। এই হাফ সেঞ্চুরিতে সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে পৌঁছে গেছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে দুই বলে ডাক মারেন তানজিদ হাসান তামিম। ছয় ধাপ পিছিয়ে ৪২তম স্থানে আছেন তিনি। চার বলে ৯ রান করে এক ধাপ এগিয়ে ৫৬ নম্বরে আছেন জাকের আলী অনিক। লঙ্কানদের বিপক্ষে না খেলা পারভেজ হোসেন ইমন এক ধাপ এগিয়ে পিছিয়ে গেছেন।

এদিকে পাকিস্তানের হয়ে চলতি আসরে দারুণ ফর্মে আছেন লেগস্পিনার আবরার আহমেদ। গত সপ্তাহে ১১ ধাপ এগিয়ে আসার পর এবার আরও ১২ ধাপ এগিয়ে এসে এখন তিনি র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে। তার সংগ্রহ ৭০৩ রেটিং পয়েন্ট। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই উইকেট ও শ্রীলঙ্কার বিপক্ষে আট রান খরচায় এক উইকেট নেন তিনি।

তবে ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী এখনও শীর্ষস্থানে অবস্থান করছেন এবং আব্রারের জন্য তাকে টপকে যাওয়া সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের বিপক্ষে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে দলের রান রেট নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা রাখেন বরুণ।

ভারতের হার্দিক পান্ডিয়া, ছয় ধাপ এগিয়ে এখন ৬০তম স্থানে; এবং পাকিস্তানের হারিস রউফ, যিনি নয় ধাপ এগিয়ে ২৮ নম্বরে, তারাও চলতি আসরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বোলিংয়ে।

ব্যাটিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। ওমানের বিপক্ষে ৩৮ রানের ঝড়ো ইনিংস এবং পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানের ম্যাচজয়ী পারফরম্যান্স তার অবস্থান আরও শক্ত করেছে। তার সতীর্থ তিলক ভার্মা ১৯ বলে ৩০ রান করে তৃতীয় স্থানে উঠে এসেছেন।

পাকিস্তানের সাহিবজাদা ফারহান ভারতের বিপক্ষে ৫৮ রান করেন, ৩১ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৪তম স্থানে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জেতানো ইনিংস খেলা হুসেইন তালাত ১৪৭৪ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ২৩৪তম স্থানে।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষে থাকলেও পাকিস্তানের ফাহিম আশরাফ দারুণ বোলিংয়ের সুবাদে ১২ ধাপ এগিয়ে এখন ৩৯তম। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা দুই ম্যাচে চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে রয়েছেন।