
ডিউক বল বিতর্কে জড়িয়ে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ
লর্ডস টেস্টের আগেই ডিউক বল দ্রুতই পুরনো হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঋষভ পান্ত। টেস্ট চলাকালীন মাঠেই ক্ষোভ প্রকাশ করেন শুভমান গিলও। মাঠের বাইরে ভারত ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররাও ডিউক বল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে ডিউক বলের বিতর্ক জড়াতে চান না জসপ্রিত বুমরাহ। লর্ডসে প্রথম টেস্টে পাঁচ উইকেট ডানহাতি পেসার জানান, বিতর্কে জড়িয়ে ম্যাচ ফি হারাতে চান না।