যদিও সব জল্পনা কল্পনার ইতি টেনে অভিষেক নায়ারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে কলকাতা। ভারতীয় গণমাধ্যমের মতে ভারতীয় দলের সাবেক সহকারী কোচ নায়ারকেই প্রধান কোচের দায়িত্ব দিতে যাচ্ছে তারা। কয়েকদিন আগেই নায়ারকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে কলকাতা দলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
কলকাতার সঙ্গে নায়ারের সম্পর্ক বেশ পুরোনো। গম্ভীর যখন দলটির মেন্টর ছিলেন সেই দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন নায়ার। ২০২৪ আইপিএলের শিরোপা জয়েও নায়ারের ভূমিকা ছিল অনেক। এরপর জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়ে কলকাতার দায়িত্ব ছেড়ে দেন তিনি।
কলকাতা দলের ক্রিকেটারদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক নায়ারের। সেই সম্পর্কের কারণেই নায়ারকে আবারও ড্রেসিংরুমে ফেরাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। সব কিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই নতুন প্রধান কোচ হিসেবে নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ফ্র্যাঞ্চাইজিটি।
ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের দায়িত্ব নেন নায়ার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লোকেশ রাহুল, হার্শিত রানা ও রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারদের গড়ে তোলায়ও বড় ভূমিকা আছে নায়ারের।