বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানান, পুরো ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং বোর্ড প্রয়োজনীয় সব সতর্কতা গ্রহণ করবে। অভিযুক্তকে পুলিশ ধরে ফেলেছে বলেও মন্তব্য করেন এই ক্রীড়া সংগঠক।
সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, 'পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এর নিন্দা করি। আমরা প্রয়োজনীয় সব সতর্কতা নেব। পুলিশ অভিযুক্তকে ধরেছে।'
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মধ্যপ্রদেশ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, 'এটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের জন্য অপমান বয়ে আনে। অপরাধীকে ধরার জন্য রাজ্য পুলিশের দ্রুত পদক্ষেপের আমরা প্রশংসা করি। আইন তার প্রক্রিয়া অনুসরণ করে অপরাধীকে শাস্তি দেবে।'
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ইন্দোরের খাজরানা রোডে এই ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারকে পিছু নেয়ার পর তাদের একজনের শরীরে অযাচিতভাবে স্পর্শ করে পালিয়ে যায়। খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান, যিনি স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
অভিযোগ পাওয়ার পর সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য রেকর্ড করেন। পরে এমআইজি থানায় নারীর শালীনতা ক্ষুণ্ন করার অভিযোগে মামলা দায়ের হয়। এক পথচারীর তৎপরতায় মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে পুলিশ আকিল খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পূর্বেও অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ।