চোটের তীব্রতার কারণে আইয়ারকে তখনই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বুকে ইন্টারনাল ব্লিডিং বা রক্তক্ষরণসহ তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। যার কারণে আইসিইউতে নেয়া হয় আইয়ারকে। এখনো আইসিইউতে আছেন তিনি।
পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, 'আইয়ার গত কয়েক দিন ধরে আইসিইউতে আছেন। রিপোর্ট আসার পর অভ্যন্তরীণ রক্তপাত ধরা পড়েছে, তাই তাকে অবিলম্বে ভর্তি করতে হয়েছে। তার পর্যবেক্ষণ দুই থেকে সাত দিন পর্যন্ত চলবে, যাতে রক্তপাতজনিত সংক্রমণ রোধ করা যায়।'
'টিম ডাক্তার এবং ফিজিও ঝুঁকি নেননি এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন সব কিছু স্থিতিশীল আছে। তবে পরিস্থিতি মারাত্মক হতে পারত। আইয়ার অসাধারণ একজন খেলোয়াড়। তার মনোবল দৃঢ়। আশা করি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।'
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, আইয়ার প্রায় তিন সপ্তাহ মাঠ থেকে দূরে থাকবেন, তবে অভ্যন্তরীণ রক্তপাতের কারণে পুনরুদ্ধার সময় দীর্ঘ হতে পারে। সেই সূত্র জানায়, 'অভ্যন্তরীণ রক্তপাতের কারণে তার পূর্ণ পুনরুদ্ধারে বেশি সময় লাগবে এবং এই মুহূর্তে তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার নির্দিষ্ট সময় বলা কঠিন।'
৩১ বছর বয়সী আইয়ার অন্তত এক সপ্তাহ সিডনি হাসপাতালে থাকবেন। তারপর ভারত ফিরবেন। দ্বিতীয় ওডিআইতে তিনি অর্ধশতক করেন। তবে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১ রান করেছিলেন।