সাউথ আফ্রিকা সিরিজে অনিশ্চিত আইয়ার

আন্তর্জাতিক
সাউথ আফ্রিকা সিরিজে অনিশ্চিত আইয়ার
আহত হয়ে মাঠ ছাড়ছেন শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পাঁজরে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ভারতের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ নিতে গিয়ে পড়ে গিয়ে নিজেই আহত হন তিনি।

অ্যালেক্স ক্যারিকে আউট করতে হার্শিত রানার বলে অসাধারণ ক্যাচ ধরেন আইয়ার। যদিও পড়ে গিয়ে পাঁজরের বাম পাশে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তীব্র ব্যথা অনুভব করেন আইয়ার। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, তার বাম দিকের পাঁজরে ‘ঝাঁকুনি’ লেগেছে, যা সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে বলেন, 'শ্রেয়াসকে ম্যাচ চলাকালীনই স্ক্যানের জন্য হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, তার পাঁজরে আঘাত লেগেছে এবং অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। দেশে ফিরে তিনি বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন। সেখানে বিস্তারিত মূল্যায়নের পরই ফিটনেস ছাড়পত্র দেয়া হবে।'

ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে। সামনে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি। এই সিরিজটি শুরু হবে ৩০ নভেম্বর। যদি আইয়ারের পাঁজরে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে, তাহলে তার মাঠে ফেরা আরও বিলম্বিত হতে পারে। ফলে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সূত্রটি আরও বলেছে, 'যদি এটি হেয়ারলাইন ফ্র্যাকচার হয়, তাহলে সময় আরও লাগবে। এখনই কিছু বলা যাচ্ছে না। তিন সপ্তাহের রিকভারি পিরিয়ড শেষ হলে রিটার্ন-টু-প্লে প্রক্রিয়ার ওপর নির্ভর করবে তিনি সাউথ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন কি না।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দ্বিতীয় ম্যাচে ৬১ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়াস আইয়ার। ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা এই ব্যাটার। তার ইনজুরি বড় ধাক্কা হতে পারে রোহিত শর্মা-শুভমান গিলদের জন্য।

আরো পড়ুন: শ্রেয়াস আইয়ার